‘পুষ্পা ২’ দেখতে গিয়ে পথে প্রাণ হারালেন তরুণ
আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি দেখতে গিয়ে আরেকটি মৃত্যুর খবর জানা গেল। ছবিটি দেখতে যাওয়ার সময় তাড়াহুড়া করতে গিয়ে ট্রেনে কাটা পড়েছেন এক তরুণ।
কর্ণাটকের বেঙ্গালুরুর বাশেট্টিহল্লি জেলার ১৯ বছরের এক তরুণ রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত তরুণের নাম প্রবীণ তামাচলম। প্রবীণ ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি দেখার জন্য তাড়াহুড়া করে রেললাইন পার হতে গিয়েছিলেন। এ সময় একটি ট্রেন যে ঝড়ের গতিতে আসছে, তা তিনি খেয়াল করেননি। এতে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।
প্রবীণের আসল বাড়ি অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলমে। চাকরিসূত্রে তিনি এখন বাশেট্টিহল্লিতে থাকতেন। এখানে এক বেসরকারি সংস্থায় কাজ করতেন প্রবীণ। পুলিশের খবর অনুযায়ী, প্রবীণ ‘পুষ্পা ২’ দেখার জন্য উত্তেজিত ছিলেন। আর তাই তিনি তাড়াহুড়া করছিলেন। প্রবীণ তাঁর দুই বন্ধুর সঙ্গে ‘পুষ্পা ২’ দেখার পরিকল্পনা করেছিলেন। পরে তিনি তাঁর দুই বন্ধুর সঙ্গে ছবি দেখতে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় প্রবীণের সঙ্গে তাঁর দুই বন্ধু ছিলেন। কিন্তু তাঁরা এ ঘটনার সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেছেন। এখন পুলিশ প্রবীণের দুই পলাতক বন্ধুর খোঁজ করছে।
গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে। প্রবীণ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাশেট্টিহল্লির বৈভব সিনেমা হলে ‘পুষ্পা ২’-এর সকাল ১০টার শো দেখতে যাচ্ছিলেন।
এদিকে গত বুধবার রাতে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ার শো দেখতে গিয়ে ৩৫ বছর বয়সী রেবতীর মৃত্যু হয়েছে। রেবতীর সঙ্গে ছিল তাঁর ১৩ বছরের ছেলে শ্রীতেজ। জানা গেছে, গুরুতর আহত হয়ে শ্রীতেজ এখন বিধানগরের দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে চিক্কদপল্লী পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তাঁর নিরাপত্তা দল ও প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ ও ১১৮ (১) ধারায় মামলা দায়ের করেছে রেবতীর পরিবার। এদিকে গতকাল শনিবার নিহত রেবতীর পরিবারের জন্য ২৫ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন।