ব্যর্থতা থেকে অনেক শিখেছেন বাণী
অন্য বলিউড নায়িকাদের পথ অনুসরণ করে এবার ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন বাণী কাপুর। ওটিটিতে নিজের এই অভিষেক নিয়ে দারুণ খুশি অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে এ নিয়ে নিজের উচ্ছ্বাস জাহির করেছেন বাণী।
বাণীকে শেষ পর্দায় দেখা গেছে ‘শামসেরা’ ছবিতে। এ ছবিটি বক্স অফিসে একদমই ব্যবসা করতে পারেনি। বলা যায়, বাণীর ঝুলিতে হিট ছবির সংখ্যা নেহাতই কম। এখনো সেভাবে নিজের প্রতিভা মেলে ধরতে পারেননি তিনি।
তবে শিগগিরই তাঁকে ওটিটির পর্দায় দেখা যাবে। নেটফ্লিক্সের ক্রাইম-থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘মান্ডালা মার্ডার্স’-এ আসতে চলেছেন তিনি। নিজের ওটিটি অভিষেককে ঘিরে দারুণ রোমাঞ্চিত এই বলিউড-কন্যা।
এ প্রসঙ্গে বাণী বলেন, ‘আমি নিজে ক্রাইম, থ্রিলারের বড় ভক্ত। এত দিন আমি এই ঘরানাকে অন্বেষণ করার সুযোগ পাইনি। অ্যাকশনধর্মী কাজ করিনি। নেটফ্লিক্স আমাকে সেই সুযোগ করে দিল। আমি এ জন্য গর্বিত। আমি অপেক্ষায় আছি কবে দর্শক আমাকে এই নতুনরূপে দেখবেন।’
ব্যর্থতা প্রসঙ্গে বাণী বলেছেন, ‘ব্যর্থতা, প্রত্যাখ্যান থেকে অনেক কিছু শিখেছি। সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছি তখন। সেই সময় একরাশ উৎকণ্ঠা ঘিরে ধরেছে।
তবে নিজের প্রচেষ্টা কখনো থামাইনি। আরও কঠিন পরিশ্রম করেছি। নিজের মধ্যে আশাকে জাগিয়ে রেখেছি। আর ব্যর্থতা মানে নতুনভাবে চেষ্টা করার সাহস জোগানো।’
‘মান্ডালা মার্ডারস’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক গোপী পুত্রন। তিনি এর আগে ‘মর্দানি টু’ ছবিটি পরিচালনা করেছিলেন। ‘মান্ডালা মার্ডারস’ ওটিটির পর্দায় আনার জন্য নেটফ্লিক্সের সঙ্গে হাত মিলিয়েছে যশরাজ ফিল্মস। এ সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বৈভব রাজ গুপ্তা।