নামের বানান বদলে বিদ্রূপের শিকার
সময়টা ভালো যাচ্ছে না জ্যাকুলিন ফার্নান্দেজের। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রতারণা মামলায় নাম জড়ানোর পর জেরায় জেরবার হয়েছেন শ্রীলঙ্কান অভিনেত্রী। অনেক দিন তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি, ভারতের বাইরে যাওয়ার অনুমতিও পাননি। ধীরে ধীরে আবারও হিন্দি সিনেমায় নিয়মিত হওয়ার চেষ্টা করছেন জ্যাকুলিন। ‘নতুন শুরু’র জন্যই কি না, নিজের নামের ইংরেজি বানান বদলালেন অভিনেত্রী। তবে নাম বদল করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার
দিন দুই আগেই জ্যাকুলিন ফার্নান্দেজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের নামের বানান বদলের বিষয়টি নেটিজেনদের নজরে আসে। অভিনেত্রী নিজের নামের প্রথম অংশে একটি বাড়তি ‘e’ যোগ করেছেন।
এরপর অনেক ভক্তই অভিনেত্রীর এমন সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখিয়েছেন। বেশির ভাগই এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
একজন লিখেছেন, ‘আপনার নামের আগের বানান যথেষ্ট কঠিন ছিল, উচ্চারণ করতে পারতাম না। এখন বিষয়টি আরও জটিল হয়ে গেল।’ আরেকজন লিখেছেন, ‘নাম বদলের চেয়ে ভালো কাজে মনোযোগী হওয়া গুরুত্বপূর্ণ।’
নামের বানান পরিবর্তনের কোনো ব্যাখ্যা অবশ্য দেননি জ্যাকুলিন। তবে অনেকে মনে করেছেন, সংখ্যাতত্ত্বের নিয়ম মেনেই হয়তো ইংরেজি বানান বদল করেছেন তিনি। বলিউডে অবশ্য নাম বদলের ঘটনা আগেও অনেক ঘটেছে।
সংখ্যাতত্ত্ব মেনে অজয় দেবগন, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের মতো তারকারা আগে নামের বানানে বদল এনেছেন।
জ্যাকুলিনকে সর্বশেষ দেখা গেছে চলতি বছর মুক্তি পাওয়া ‘সেলফি’ সিনেমার একটি আইটেম গানে। অভিনেত্রীর মুক্তির অপেক্ষায় আছে দুই সিনেমা। চলতি বছরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা।