ট্রলকারীদের একহাত নিলেন জয়া

জয়া বচ্চনটুইটার

সামাজিক যোগাযোগমাধ্যম আর ট্রল যেন হাত ধরাধরি করে চলে। এখন অবস্থা এমন, যেকোনো তারকা সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও ট্রল নিয়ে প্রশ্ন হয়। অনেক তারকা তো ট্রলের শিকার হয়ে মানসিকভাবে এমনই বিপর্যস্ত হয়েছেন যে মনোবিদের পরামর্শও নিতে হয়েছে। এবার ট্রল নিয়ে কথা বললেন অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন। নাতনি নব্যা নাভেলি নন্দার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নব্যা’র দ্বিতীয় সিজনে অতিথি হয়ে এসে ট্রলকারীদের একহাত নিলেন জয়া। খবর টাইমস অব ইন্ডিয়ার

জয়া জানান, সমালোচনা, ট্রল বা বিদ্রূপ নিয়ে কোনো দিনই মাথা ঘামাননি তিনি। তাঁকে নিয়ে হওয়া কটাক্ষকে পাত্তাও দিতেন না। তিনি বলেন, ‘আড়ালে বসে বাজে মন্তব্য করার মধ্যে কোনো বাহাদুরি নেই। যদি সৎসাহস থাকে, তা হলে সামনে এসেই বলতে পারে। কিন্তু সেই সাহস কারও আছে বলে আমার মনে হয় না।’

আরও পড়ুন

এই অভিনেত্রী আরও বলেন, ‘যাঁরা বাজে মন্তব্য করেন, তাঁদের আমি চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে, তা হলে সামনে এসে দাঁড়াতে। কিন্তু তাঁরা কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রায় দিয়ে দিচ্ছেন।’

একই অনুষ্ঠানে দাদির সঙ্গে ‘ম্যান এবং টক্সিসিটি’ প্রসঙ্গেও আলোচনা করেন নব্যা। এ প্রসঙ্গ উঠতেই নব্যা বলেন, ‘নারীবাদ নিয়ে প্রায় সব মেয়েই সরব। নারীরা নিজেদের অধিকারও বুঝে নেন।

নব্যা, জয়া ও শ্বেতা বচ্চন। ইনস্টাগ্রাম থেকে

প্রায় সব মেয়েই নিজেকে স্বাবলম্বী ভাবে। তাঁদের কাছে নারী-পুরুষ সবাই সমান। এমনকি ডেটে গেলে খাবারের বিলও দিতে চান অনেক মেয়ে। কারণ, তিনি পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। যদিও এটাতেও রেগে যাবেন অনেকে।’

তবে নাতনির কথা শেষ না হতেই তাঁকে থামিয়ে দেন জয়া বচ্চন। বলেন, যেসব মেয়ে বিল দিতে চায়, ওরা বোকা। ডেটে গেলে ছেলেদেরই টাকা খরচ করা উচিত।
যদিও এ কথায় একমত হতে পারেননি নব্যা নাভেলি নন্দা। এ নিয়ে ব্যাখ্যা দিয়ে নভ্যা বলেন, ‘না, আমি বলতে চাইছি আজকের দিনে এমনটাই ঘটে। আমরা নিজেদের জন্য দরজা খোলা রাখব। কিন্তু আমাদের জন্য কারও দরজা খোলার দরকার নেই।’