শাহরুখের সহ-অভিনেত্রীকে কষে চড়...
‘কিসকা হ্যায় ইয়ে তুমকো ইন্তেজার, ম্যায় হুঁ না’ গানে শাহরুখ খানের সঙ্গে কলেজপড়ুয়া অভিমানী মেয়ের চরিত্রে দারুণ মানিয়ে গিয়েছিল অমৃতা রাওকে, সেই সিনেমাতেই আবার একরোখা একটু বেখেয়ালি হিসেবে ‘চলে য্যায়সে হাওয়াই…’, গানের তালে তালে পর্দায় নিজের অভিনয় আর নাচের জাদু দেখিয়েছিলেন। এই মেয়েটি শাহরুখ খানের পাশাপাশি শহিদ কাপুর এবং মহেশ বাবুর সঙ্গে সিনেমা করেছেন।
মহেশ বাবুর সঙ্গে ‘অথিধি’ ছবিতে অভিনয় করেন। বক্স অফিসে সাফল্য পেলেও তেলেগু ছবিতে আর দেখা যায়নি তাঁকে। পরে অবশ্য জানিয়েছিলেন, তেলুগু ইন্ডাস্ট্রিতে নাকি নায়িকাদের শুধুই গ্ল্যামারের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়।
২০০২ সালে ‘আব কে বরষ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অমৃতা। অভিনয়ে নজর কেড়েছেন সেই ছবিতেই। এরপর শহিদ কাপুরের সঙ্গে ‘ইশক ভিশক’ ছবিতে অভিনয়ের পর তুমুল চর্চিত। ‘বিবাহ’, ‘ম্যায় হু না’ ছবিতে প্রশংসা কুড়িয়েছিল তাঁর অভিনয়।
বলিউড অথবা দক্ষিণি তারকাদের সঙ্গে ভালো গল্পের সিনেমা এবং পর্দা ভাগ করলেও তবু যেন তিনি বলিউডে ঠিকঠাকমতো জায়গা করে উঠতে পারেননি। এই বলিপাড়ায় খুব একটা পরিচিতি ছাড়াই অমৃতার কেটে গেছে ২৫ বছর। অভিনয়, নাচ যেমন ভালো, তেমনি গ্ল্যামারেও কমতি নেই। অথচ এই মেয়েই নাকি শুটিং ফ্লোরে প্রকাশ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। তাঁর খেসারতও কঠিনভাবে দিতে হয়েছিল তাঁকে। গালে সপাটে চড় কষিয়ে দেন সহ-অভিনেত্রী এষা দেওল।
২০০৬ সালে ‘পেয়ারে মোহন’ ছবির শুটিং ফ্লোরেই ঘটেছিল সেই বাজে ঘটনা। সিনেমাতে এষা দেওল, অমৃতা রাওয়ের পাশাপাশি বিবেক ওবেরয় ও ফারদিন খানও ছিলেন। জানা গেছে, শুটিংয়ের সময় কোনো কারণে তর্কে জড়িয়ে পড়েন দুই অভিনেত্রী। বাগ্বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছায় যে অমৃতার গালে কষিয়ে থাপ্পড় বসিয়ে দেন এষা দেওল। পরবর্তী সময়ে এই প্রসঙ্গে এষা জানিয়েছিলেন, ঘটনা নিয়ে তাঁর বিন্দুমাত্র আক্ষেপ নেই। অমৃতার যা প্রাপ্য, তা-ই পেয়েছেন। অমৃতা নাকি এষাকে সবার সামনে অপমান করেছিলেন। পরবর্তী সময়ে নিজের ভুল বুঝতে পারেন অমৃতা। ক্ষমাও চেয়েছিলেন এষার কাছে। এরপর অবশ্য মনোমালিন্য মিটমাট হয়ে যায়।
সেই অমৃতা চলতি বছরেই বলিউডে ২৫ বছর পূর্তিতে কেক কেটে উদ্যাপন করেন। কেক কাটার ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে অমৃতা লিখেছেন, ‘২৫ বছর! বিজ্ঞাপন থেকে “জলি এলএলবি থ্রি” পর্যন্ত। সফলতা সহজে আসে না। সফলতা অর্জন করতে নিজের আত্মার শক্তিকে কোনো দিন হারাবেন না। আমার সফলতার আমার নিজস্ব ধারণা! দর্শকদের আশীর্বাদে এমন কিছু সিনেমা আমি উপহার দিয়েছি, যা চিরকাল সবার মনে থাকবে।’
১৯৯৯ সালে একটি প্রসাধনের বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেছিলেন অভিনেত্রী অমৃতা রাও। বিজ্ঞাপনে অভিনয় করার সুবাদে বেশ ভালোই পরিচিতি লাভ করেন অভিনেত্রী। একের পর এক সিনেমায় অভিনয়ও করেছেন। তবে রুপালি পর্দা ছেড়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। ২০১৪ সালে রেডিও জকি আনমোলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অমৃতা রাও। তার পর থেকে সংসারেই মন দিয়েছেন অমৃতা। ২০২০তে প্রথম সন্তানের মা হন বলি অভিনেত্রী। বীরের জন্মের পর থেকে স্বামী আনমোলের সঙ্গে একটি ইউটিউব চ্যানেল খোলেন অমৃতা। সম্পর্ক এবং মাতৃত্ব নিয়ে নিয়মিত সেখানে ভিডিও পোস্ট করেন তিনি। শুধু তা–ই নয়, বইও লিখেছেন অমৃতা। নাম ‘কাপল অব থিংস’।