‘মুফাসা’, ‘পুষ্পা ২’-এর সঙ্গে দৌড়ে ‘বেবি জন’ কতটা পারল
মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ ছবি। এ ছবিকে ঘিরে সবার প্রত্যাশা ছিল অনেক। কিন্তু ওপেনিং ইনিংসে ভালো রান পায়নি অ্যাটলি কুমার প্রযোজিত ছবিটি। এমনকি ‘বেবি জন’ প্রায় তিন সপ্তাহের পুরোনো ছবি ‘পুষ্পা ২’-কে টক্কর দিতে পারেনি। মুক্তির প্রথম দিন বরুণের এ ছবি হলিউড ছবি ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর থেকেও পিছিয়ে। ‘বেবি জন’-এর এই হাল দেখে অ্যাটলির কপালের চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হতে চলেছে।
গতকাল বড়দিন উপলক্ষে মুক্তি পেয়েছে কালীশ পরিচালিত ছবি ‘বেবি জন’। এ ছবির প্রথম দিনের আয় বেশ হতাশানজক। বড়দিনের ছুটির ফায়দা নেবেন বলে প্রযোজকেরা ছবিটি এদিন মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন।
কিন্তু আখেরে কোনো লাভই হয়নি। এমনকি প্রথম দিনের আয়ের নিরিখে বরুণ ধাওয়ানের ফ্লপ ছবি ‘কলঙ্ক’-এর আয় বেশি ভালো ছিল। ‘বেবি জন’ মুক্তির প্রথম দিনে ১২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া বরুণের ‘কলঙ্ক’ ছবিটি প্রথম দিন ২১ কোটি ৬ লাখ রুপি দিয়ে বক্স অফিসের খাতা খুলেছিল। এদিকে ‘মুফাসা’ ছবির ষষ্ঠ দিনের আয় ‘বেবি জন'-এর চেয়ে ভালো। ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মুফাসা’ ভারতে দারুণ ব্যবসা করছে।
এই হলিউড ছবি ঝড়ের গতিতে ছুটে ১০০ কোটি ক্লাবের সদস্য হতে চলেছে। ‘মুফাসা’ মুক্তির পর বড়দিনে সবচেয়ে ভালো ব্যবসা করেছে। ক্রিসমাসের ছুটির ফায়দা ভালোই উঠিয়েছে এই ছবি।
এদিন সব ভাষা মিলিয়ে হলিউড ছবিটি আয় করেছে ১৪ কোটি ২৫ লাখ রুপি। ভারতীয় বক্স অফিস থেকে ‘মুফাসা’ এখন পর্যন্ত প্রায় ৬৮ কোটি রুপি আয় করে ফেলেছে। এ ছবির হিন্দি সংস্করণে শাহরুখ খান এবং তাঁর দুই পুত্র আরিয়ান ও আব্রামের কণ্ঠ শোনা গেছে।
এদিকে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির দাপট এখনো অব্যাহত আছে। মুক্তির ২১ দিনে সুকুমার পরিচালিত ছবিটি ভারতীয় বক্স অফিসে ১ হাজার ১০৯ কোটির অঙ্ক পার করে ফেলেছে। এই প্যান ইন্ডিয়ান ছবিটি গতকাল, অর্থাৎ মুক্তির তৃতীয় বুধবার ১৯ কোটি ৭৫ লাখ রুপি ঝুলিতে পুরেছে।
‘পুষ্পা ২’-এর আয়ের অঙ্ক ‘বেবি জন’-এর চেয়ে অনেকটাই ভালো। আশা করা হচ্ছে যে ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণ শিগগিরই ৮০০ কোটির অঙ্ক পার করে ফেলবে। ‘বেবি জন’ ছবির বাজেট ১৮০ কোটির আশপাশে।
তাই লাভের মুখ দেখতে নির্মাতাদের অনেকটা পথ ছুটতে হবে। আর বাজেটের হিসাবে ‘বেবি জন'-এর প্রথম দিনের আয়ের অঙ্ক অত্যন্ত হতাশজনক। কালীশ পরিচালিত এ ছবিতে বরুণ ছাড়া আছেন কীর্তি সুরেশ, ভামিকা গাব্বি, জ্যাকি শ্রফসহ অনেকে। অতিথি চরিত্রে দেখা গেছে সালমান খান ও দিলজিৎ দোসাঞ্জকে।