‘এত ভালোবাসা কোথা থেকে আসে’
বড়দিন উপলক্ষে মুক্তি পাবে বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’। এ ছবিকে ঘিরে সবার প্রত্যাশা তুঙ্গে। কারণ, এটি প্রযোজনা করছেন আলোচিত দক্ষিণি নির্মাতা অ্যাটলি। ছবিতে বরুণ ছাড়াও আছেন দক্ষিণি অভিনেত্রী কীর্তি সুরেশ ও এ সময়ের আলোচিত বলিউড তারকা ভামিকা গাব্বি।
বরুণের অফুরন্ত শক্তি পুরো সেটে ছড়িয়ে পড়ত। সেটে পা রাখামাত্রই বরুণ মজা করে পরিবেশটাকে হালকা করে দিত। মানুষকে কীভাবে সহজ করতে হয়, ভালোভাবে জানে বরুণ। ইন্ডাস্ট্রিতে সবাই যেখানে নিজের সেরাটা দিতে ব্যস্ত থাকেন, বরুণ সেখানে খেয়াল রাখে অন্যের সেরাটা যেন বেরিয়ে আসে। ওর মধ্যে এই ব্যতিক্রমী গুণটা আছে
গত বুধবার ছবির প্রচার উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এ আসরে বরুণ, কীর্তি আর ভামিকার উষ্ণ রসায়ন ধরা পড়ে।
মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ছবির তিন প্রধান অভিনেতা ছাড়াও ছিলেন প্রযোজক অ্যাটলি ও পরিচালক কালীশ। ‘বেবি জন’-এ বরুণকে হাড় হিম করা অ্যাকশন দৃশ্যে দেখা যাবে, অন্যদিকে আছে বাবা-মেয়ের আবেগঘন নানা মুহূর্ত।
ছবির ট্রেলারে বরুণ আর শিশুশিল্পী জারা জ্যান্নার বেশ কিছু আবেগঘন দৃশ্য সবার হৃদয় ছুঁয়ে গেছে। বাস্তবে বরুণ এক কন্যার বাবা। বরুণ বলেন, ‘বরাবরই আমি বাচ্চাদের খুব পছন্দ করি। ওর সঙ্গে আমার জমে যায়। ক্যারিয়ারের শুরু থেকে এমন সব ছবিতে কাজ করতে চাইতাম, যা শিশুরাও দেখতে পারবে।’
পিতৃত্ব বরুণকে কতটা বদলে দিয়েছে? এমন প্রশ্নের উত্তরে অভিনেতা হেসে বলেন, ‘বিশ্বাস করুন, এ বিষয়টা সেভাবে কখনো ভাবিনি। আরও কিছুদিন পর হয়তো বুঝতে পারব। নিজেকে কতটা বদলেছি, জানি না। আসলে এত ব্যস্ত থাকি যে এখন শুধু নিজের পোশাক বদলানোর সময় পাই।’
ওটিটিতে ভামিকা গাব্বিকে একের পর এক প্রশংসিত প্রকল্পে দেখা গেছে। তাঁর অভিনয়ের সুখ্যাতি করেছেন সমালোচকেরা। ‘বেবি জন’-এর মতো বড় পরিসরের হিন্দি সিনেমায় কাজ করতে পেরে দারুণ খুশি তিনি। এদিনের অনুষ্ঠানে ভামিকা বলেন, ‘এ ছবি আমার স্বপ্নকে সুন্দর করে দিয়েছে। সব সময় বড় পর্দার হিন্দি ছবিতে নিজেকে দেখার স্বপ্ন দেখতাম। সেটা এবার সত্যি হচ্ছে।’
বরুণের প্রসঙ্গে অভিনেত্রীর গলায় ঝরে পড়ে শুধুই প্রশংসা, ‘বরুণের অফুরন্ত শক্তি পুরো সেটে ছড়িয়ে পড়ত। সেটে পা রাখামাত্রই বরুণ মজা করে পরিবেশটাকে হালকা করে দিত। মানুষকে কীভাবে সহজ করতে হয়, ভালোভাবে জানে বরুণ। ইন্ডাস্ট্রিতে সবাই যেখানে নিজের সেরাটা দিতে ব্যস্ত থাকেন, বরুণ সেখানে খেয়াল রাখে অন্যের সেরাটা যেন বেরিয়ে আসে। ওর মধ্যে এই ব্যতিক্রমী গুণটা আছে।’
ছবির অপর অভিনেত্রী কীর্তিকে নিয়ে ভামিকা বলেন, ‘আমার সঙ্গে ওর বেশি দৃশ্য নেই। তবে যখনই দেখা হয়েছে, ওর থেকে অনেক ভালোবাসা পেয়েছি।’ এরপর কীর্তির দিকে প্রশ্ন ছুড়ে ভামিকা বলেন, ‘তোমার হৃদয়ে এত ভালোবাসা কোথা থেকে আসে?’ পাশে বসা বরুণ মজা করে বলেন, ‘আসলে কীর্তি সদ্যই বিয়ে করেছে। তাই ওর হৃদয়ে এখন এত ভালোবাসা।’
কীর্তির প্রসঙ্গে বরুণ বলেন, ‘কীর্তি সুরেশ একটা গুন্ডি। মুম্বাই ঘোরানোর সময় ও আমাকে বলে, “অটোতে চলো, গাড়িতে যাচ্ছ কেন? তুমি কি তারকা?” এরপর কীর্তি আমাকে অটোতে করে ঘুরিয়েছে।’
ভামিকাকে নিয়ে এই বলিউড তারকা বলেন, ‘মানুষ আসল ভামিকাকে জানেন না। ও এখনো সবার সামনে নিজেকে পুরোপুরি তুলে ধরেনি। আমি কীর্তি ও ভামিকা—দুজনের পেছনেই লাগতাম। কিন্তু শেষে দেখা যেত, বদলে ওরাই আমাকে র্যাগ দিয়েছে।’ এদিকে বরুণের প্রসঙ্গে কীর্তি বলেন, ‘বরুণ মানুষ হিসেবে দুর্দান্ত। ভামিকা যেমন বলল, ও সবাইকে সহজ করে দেয়। এ কথা একদম ঠিক। সামনের মানুষ খুশি থাকলে বরুণ খুশি হয়ে যায়। তবে অন্যের পেছনে লাগতে ও ওস্তাদ।’
‘বেবি জন’ ছবিতে বরুণের দুই ধরনের ব্যক্তিত্ব ধরা পড়বে। এ ধরনের চরিত্রে অভিনয় করার প্রেরণা তিনি অমিতাভ বচ্চনের ‘হাম’ থেকে পেয়েছেন বলে জানান। বরুণ বলেন, এটা এমন একটা ছবি, যা তাঁকে মানসিকভাবে বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলেছিল। কখনো কখনো তিনি কেঁদেও ফেলেছেন।
ছবিতে জ্যাকি শ্রফকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। ‘বেবি জন’ অ্যাটলির সুপারহিট সিনেমা ‘থেরি’র হিন্দি রিমেক। অ্যাকশন-থ্রিলার সিনেমাটি ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।