২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দক্ষিণে সফল, হিন্দিতে...

দক্ষিণের সিনেমায় পূজা হেগড়ে এক সমীহ–জাগানিয়া নাম। কয়েক বছর ধরেই একের পর এক হিট ছবিতে দেখা গেছে তাঁকে। কিন্তু হিন্দিতে এলেই কী যেন হয় অভিনেত্রীর। অভিষেক সিনেমা ‘মহেঞ্জোদারো’ ডাহা ফ্লপ। বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়া ‘সার্কাস’-এর অবস্থাও খুব সুবিধার নয়।

মুম্বাইতে জন্ম হলেও পূজা হেগড়ে ক্যারিয়ার গড়েছেন দক্ষিণ ভারতের সিনেমা। তামিল, তেলেগুতে তাঁকে দেখা গেছে ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’, ‘অরবিন্দ সামিথা বীরা রাঘবা’, ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়। তাই প্রথম হিন্দি সিনেমা ফ্লপ হলেও বলিউড প্রযোজকেরা পূজাকে নিয়ে আগ্রহ হারাননি। মাঝে তাঁর হিন্দি সিনেমা ‘হাউসফুল ৪’ হিট হয়। কিন্তু তারকাবহুল ছবিটি হিট হওয়ায় পূজার খুব বেশি কৃতিত্ব আছে কি না, তা প্রশ্নসাপেক্ষ। এরপরও ‘সার্কাস’, ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর মতো বড় বাজেটের হিন্দি সিনেমায় সুযোগ পেয়েছে তিনি। যার প্রথমটি মুক্তির পর সেভাবে ব্যবসা করতে পারছে না।

‘সার্কাস’–এর তিন অভিনয়শিল্পী জ্যাকুলিন ফার্নান্দেজ, রণবীর সিং ও পূজা হেগড়ে
ছবি : এএফপি

সার্কাস’ রোহিত শেঠির সিনেমা। যেখানে পূজার সঙ্গে আছেন রণবীর সিং। কিন্তু বড়দিনের উৎসবে মুক্তির পরেও দুই দিনে মাত্র ১২ কোটি রুপির মতো আয় করেছে ছবিটি। পূজা অবশ্য মনে করেন, চলতি বছর হিন্দি সিনেমার বাজার এমনিতেই খুব একটা ভালো যাচ্ছে না। তাই আশাবাদী হয়ে ভবিষ্যতে তাকাতে চান। পূজা হেগড়ে বলেন, ‘সামনে সালমানের সঙ্গে ছবি (‘কিসি কা ভাই কিসি কি জান’) আছে, যা ঈদে মুক্তি পাবে। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী।’

সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে

এই ছবিতে অভিনয় করতে গিয়েই সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে কিছুদিন আগে খবর রটে। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
কেবল সার্কাসই নয়, চলতি বছরটাই খুব একটা ভালো যায়নি পূজার। বছরের শুরুর দিকে মুক্তি পায় তাঁর অভিনীত ‘রাধে শ্যাম’। প্রভাসের সঙ্গে তাঁর বহুল আলোচিত ছবিটি ফ্লপ হয়।

পূজা হেগড়ে
ইনস্টাগ্রাম

প্যান ইন্ডিয়ান ছবিটি ফ্লপ হলেও ভবিষ্যতে এ ধরনের ছবির ভালো করার সম্ভাবনা দেখছেন তিনি। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দক্ষিণি সিনেমার সাফল্য নিয়েও খুশি তিনি। পূজা বলেন, ‘আমি খুবই খুশি যে ভাষার দেয়াল ভেঙে গেছে, মানুষ নতুন অভিনয়শিল্পী, পরিচালকদের সঙ্গে পরিচিত হচ্ছে।’

সামনে পূজা হেগড়েকে দেখা যাবে মহেশ বাবুর বিপরীতে নতুন একটি তেলেগু সিনেমায়।

আরও পড়ুন
আরও পড়ুন