২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

যে কারণে জাহ্নবীর মন খারাপ

জাহ্নবী কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘নেপো বেবি’, ‘অভিনয় পারে না’—এসব শুনে কান ঝালাপালা হয়ে গেছে বলিউড নায়িকা জাহ্নবী কাপুরের। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় পাঁচ বছর কাটানোর পরও এসব কথা শুনতে হয় তাঁকে। নিজেকে প্রমাণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শ্রীদেবী-কন্যা। চেষ্টা করছেন সবার মনে জায়গা করে নিতে। পাঁচ বছর পরও ‘স্বজনপ্রীতি’-র তকমা তাঁর গায়ে সেঁটে আছে। কিন্তু কিছুতেই সবার মনে জায়গা করে নিতে পারছেন না জাহ্নবী। তাই ভীষণ ব্যথিত এই তারকাকন্যা।

আরও পড়ুন
আরও পড়ুন
১ / ২১
জাহ্নবী কাপুর

জাহ্নবী তাঁর ছোট্ট ফিল্মি ক্যারিয়ারে নানা ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন। ‘মিলি’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘গুডলাক জেরি’তে বৈচিত্র্যময় চরিত্র করেছেন। মজার ব্যাপার ইনস্টাগ্রামে তাঁর গ্লামারাস ছবিতে নেট দুনিয়া মজলেও চলচ্চিত্রে তাঁকে বেশির ভাগ সময়ই গ্লামারহীন চরিত্রে দেখা গেছে। কিছুদিন আগেই আক্ষেপ করে জাহ্নবী বলেছিলেন, ইনস্টাগ্রামের ছবি দেখে কেউ যদি তাঁকে মূল্যায়ন করে, তবে সেটা হবে মস্ত বড় ভুল।

`গুডলাক জেরি'তে জাহ্নবী
ছবি : সংগৃহীত

জাহ্নবীর আক্ষেপ যে তাঁর অক্লান্ত পরিশ্রমের কেউ মূল্য দেয় না। এ প্রসঙ্গে জাহ্নবী সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলেছেন, ‘এত পরিশ্রমের পরও এসব কটুকথা আমাকে কষ্ট দেয়। আমার রক্ত, ঘাম ঝরানো পরিশ্রম অর্থহীন বলে মনে হয়। কিছু মানুষের তির্যক মন্তব্য শুনে মন অশান্ত হয়ে ওঠে।’ তবে ইতিবাচক সমালোচনাকে খোলা মনে স্বাগত জানাতে প্রস্তুত জাহ্নবী। এই বলিউড নায়িকা বলেছেন, ‘ইতিবাচক সমালোচনাকে সব সময় সম্মান জানাই। কেউ যখন বলেন যে “মিলি”তে ভালো কাজ করেছি, তবে আরও উন্নতি করতে হবে, এ ধরনের সমালোচনা আমি খোলা মনে নিই। কিন্তু কারও কারও উদ্দেশ্য থাকে শুধু আমাকে আঘাত দেওয়া। তখন খুব কষ্ট হয়।’

জাহ্নবীর আক্ষেপ যে তাঁর অক্লান্ত পরিশ্রমের কেউ মূল্য দেয় না
ফেসবুক থেকে নেওয়া

জাহ্নবী আরও বলেছেন, ‘নিজের জীবনের লক্ষ্য বিষয়ে আমি খুব স্বচ্ছ। মায়ের (শ্রীদেবী) ঐতিহ্যকে ধরে রাখতে চাই। মোটেও এটা আমার উন্নাসিকতা নয়। বাবা-মা তথা দর্শককে প্রতিদানে কিছু দিতে চাই।’ তিনি আরও বলেছেন, ‘কিছু সুযোগ নিশ্চয়ই আমি সহজে পেয়েছি। এগুলো আমার আরও অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, তখন মানুষ আর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমার ছবি দেখতে যাননি। তাঁরা বলতেন যে আমি সত্যি বিশেষাধিকারপ্রাপ্ত। আমি সবকিছু সহজে পেয়ে গেছি বলে মন্তব্য করতেন তাঁরা। তাঁদের কাছে নিজেকে আমি প্রমাণ করতে চাই।’

ইনস্টাগ্রামে তাঁর গ্লামারাস ছবিতে নেট দুনিয়া মজলেও চলচ্চিত্রে তাঁকে বেশির ভাগ সময়ই গ্লামারহীন চরিত্রে দেখা গেছে
ফেসবুক থেকে নেওয়া

জাহ্নবী বলেন, দর্শককে দেওয়ার মতো অনেক কিছুই তাঁর আছে। তিনি বলেন, ‘আমি সিনেমাকে ভালোবাসি। আমি যা করি তা ভালোই করি, তাই কোনো কিছুর জন্য আমি মোটেও ক্ষমাপ্রার্থী নই। এখনো নিজেকে আমি প্রস্তুত করছি।’
মুক্তির অপেক্ষায় আছে জাহ্নবীর একঝাঁক ছবি। এর মধ্যে আছে ‘দোস্তানা টু’। এ ছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে তাঁকে ‘বাওয়াল’-এ দেখা যাবে। এ ছাড়া রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে আসছেন তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন