ব্যর্থতার সঙ্গে বাণীর লড়াই

বাণী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

১১ বছরের ফিল্মি ক্যারিয়ারে ৭টি ছবি করেছেন বাণী কাপুর। সিনেমাগুলোর বেশির ভাগই ফ্লপ। গত আগস্ট মাসে মুক্তি পাওয়া মুদসসর আজিজের ‘খেল খেল মেঁ’ সিনেমাটিও ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। এ সূত্রেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যর্থতার সঙ্গে কীভাবে লড়াই করেন?

জবাবে অভিনেত্রী বলেন, ‘এটা এমন এক বিষয়, যার সঙ্গে লড়াই করা ক্রমাগত শিখতে হয়। নিজেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করছি।

বাণী কাপুর। এএফপি

একটা ছবি সবার মিলিত প্রয়াসে হয়, অনেক চরিত্র থাকে। কিন্তু আমি সিনেমার দায়িত্ব একরকম নিজের কাঁধে নিয়ে ফেলি। তাই ব্যর্থতা আমাকে বেশি পোড়ায়।’

বাণী মনে করেন, বক্স অফিসে ব্যর্থ হলেও এক দশকের ক্যারিয়ারে তাঁর করা প্রায় সব চরিত্রই স্বতন্ত্র।

‘বেফিকরে’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘“বেফিকরে” ছবির “শ্রেয়া গিল” চরিত্রটার সঙ্গে আমি অনেক বেশি আত্মিকভাবে যুক্ত।

আরও পড়ুন

আমি জানি, এই ছবিটা দর্শকের ভালোবাসা পায়নি। ছবিটা যদি দর্শক পছন্দ করতেন, এটা আমার প্রায়ই মনে হয়। তবে ব্যর্থ হলেও এ ছবির জন্য আমার হৃদয়ে সব সময়ই বিশেষ জায়গা থাকবে।’

বাণী মনে করেন, মুক্তির পর অনেক সিনেমা সেভাবে সাফল্য পায় না। কিন্তু পরে ঠিকই দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। বাণীর আশা, তাঁর কয়েকটি সিনেমার ক্ষেত্রেও এটা ঘটবে।