এই নায়কের ঘোড়াপ্রীতির কারণ কী
অনেক বলিউড তারকাই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেট দল কিনেছেন। তবে রণদীপ হুডা কিনেছিলেন পোলো টিম রয়্যাল রুস্টার্স। কেবল দল কেনাই নয়, রণদীপ হুডার ঘোড়া নিয়ে আগে থেকেই আলাদা আগ্রহ আছে।
ঘোড়া থেকে পড়ে বহুবার আহত হয়েছেন। তবু কখনো তিনি ঘোড়ায় চড়া ছাড়েন না। শুটিংয়ের বাইরে তাঁর সবচেয়ে প্রিয় কাজগুলোর এটি একটি। ‘যখন আমার জীবনে কোনো কিছুই কাজ করে না, হতাশ থাকি; আস্তাবলে ফিরে যাই। নতুন করে প্রেরণা খুঁজে পাই।’ ঘোড়াপ্রীতি নিয়ে এভাবেই বম্বে টাইমসকে বলেছিলেন রণদীপ।
রণদীপ আরও বলেন, ‘ঘোড়া চালানোর সময় নিজেকে সবচেয়ে স্বাধীন মনে হয়। বছরের পর বছর ধরে ঘোড়াগুলো আমার পরিবারের সদস্য হয়ে উঠেছে।’
তবে রণদীপের এই ঘোড়াপ্রীতির পেছনে আছে শৈশবের একটি ঘটনা। রণদীপ যখন ছোট, তখন তিনি প্রেক্ষাগৃহে দেখেছিলেন, সার্জিও লিওনির ‘দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ সিনেমাটি। এরপর থেকেই ঘোড়া নিয়ে প্রবল আগ্রহ তাঁর।
গত কয়েক বছরে নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে রণদীপকে। তিনি যেমন নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ করেছেন, তেমনই আবার সালমান খানের সঙ্গে ‘রাধে’ সিনেমাতেও দেখা গেছে। তবে চলতি বছর তিনি চমকে দিয়েছেন ‘স্বতন্ত্র বীর সাভরকর’ ছবিটি দিয়ে।
এই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন রণদীপ। একই সঙ্গে তিনি সামলেছেন চিত্রনাট্য লেখা ও প্রযোজনার দায়িত্বও।