এবার পর্দায় বরুণ-সামান্থার রয়ায়ন

বরুণ ধাওয়ান ও সামান্থা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অ্যামাজন প্রাইম ভিডিওর ‘সিটাডেল: হানি বানি’ সিরিজকে ঘিরে দর্শকের আগ্রহের শেষ নেই। এই আগ্রহ আরও দ্বিগুণ হয়েছে গত বৃহস্পতিবার রাজ-ডিকে পরিচালিত এই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর।

আমরা দুজন, চিত্রগ্রাহক আর সেটের বাকি সবার মধ্যে বোঝাপড়া ভালো হওয়ার প্রয়োজন ছিল। না হলে এ ধরনের দৃশ্য করা কঠিন। বরুণের সঙ্গে আমার রসায়ন ছিল দুর্দান্ত, আগে কারও সঙ্গে এমন অনুভব করিনি। নিজের মুখে বলা উচিত নয়, কিন্তু সিরিজের অ্যাকশন দৃশ্যগুলো সত্যি অভিনব।
সামান্থা

সিরিজটির মাধ্যমে এক নতুন জুটি উপহার দিতে চলেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতাদ্বয়। এই সিরিজে একসঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুকে।

মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে ‘সিটাডেল: হানি বানি’র টিজার প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে সিরিজটির মুক্তির দিনও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান, সামান্থা, পরিচালক রাজ-ডিকেসহ আরও অনেকে। নাচে-গানে এই আয়োজন আরও জমকালো হয়ে উঠেছিল।

সামান্থা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিরিজে বরুণ ও সামান্থাকে দুর্ধর্ষ সব অ্যাকশন করতে দেখা যাবে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে বরুণ-সামান্থার উষ্ণ রসায়ন।

বরুণের সঙ্গে রসায়ন প্রসঙ্গে সামান্থা সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমরা যখন অ্যাকশন করতাম, মনে হতো আমরা তখন যেন নাচ করছি। মজা করে বলতাম, অ্যাকশন যেন রোমান্টিক গানের মতো লাগছে। কারণ, আমাদের দুজনের মধ্যে দুর্দান্ত বোঝাপড়া ছিল। এর আগে এ রকম বোঝাপড়া কারও সঙ্গে হয়নি। রাজ-ডিকে দীর্ঘ শট (লং টেক) নিতে পছন্দ করেন। কখনো কাট বলেন না। তাই শট চলতেই থাকে।’

সিরিজের পোস্টার। ইনস্টাগ্রাম থেকে


এ প্রসঙ্গে বরুণ যোগ করেন, ‘সিরিজে আমাদের প্রায় ১২ মিনিটের ওয়ান-টেক অ্যাকশন সিকোয়েন্স ছিল।’ সামান্থা আরও বলেন, ‘আমরা দুজন, চিত্রগ্রাহক আর সেটের বাকি সবার মধ্যে বোঝাপড়া ভালো হওয়ার প্রয়োজন ছিল। না হলে এ ধরনের দৃশ্য করা কঠিন। বরুণের সঙ্গে আমার রসায়ন ছিল দুর্দান্ত, আগে কারও সঙ্গে এমন অনুভব করিনি। নিজের মুখে বলা উচিত নয়, কিন্তু সিরিজের অ্যাকশন দৃশ্যগুলো সত্যি অভিনব।’

বরুণের প্রশংসা করে সামান্থা বলেন, ‘ও (বরুণ) যখন ঘুম থেকে ওঠে, ওর মনের মধ্যে শুধু একটা বিষয়ই ঘুরপাক খেত যে আজকের দৃশ্যটা কতটা ভালো করে করবে। ও সব সময় নিজের কাজ আরও ভালো করার নেশায় মশগুল থাকে।

বরুণ ধাওয়ান
অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

বরুণের মতো দুর্দান্ত মানুষের সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি। অদ্ভুত সুন্দর রসবোধ দিয়ে সেটের সবাইকে ও আনন্দে রাখত। ওর মুখে সব সময় হাসি লেগেই থাকত। ওর জন্য কোনো দিনই আমাদের খারাপ কাটত না। ওর আশপাশের সবাই আনন্দে থাকত।’

সামান্থা আগে একই প্ল্যাটফর্মের হিট সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ দুরন্ত অ্যাকশন করে সবার নজর কেড়েছিলেন। সেই সিরিজের পরিচালকও ছিলেন রাজ-ডিকে।
বরুণ বলেন যে এ সিরিজে সামান্থার তুলনায় তাঁর প্রস্তুতি অনেক সহজ ছিল। সামান্থা সম্পর্কে এই বলিউড তারকা বলেন, ‘আমরা সবাই জানি এই শো যখন ওর (সামান্থা) কাছে এসেছিল, তখন ও কী রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

সামান্থা ছয়-সাত মিনিট বরফ–পানিতে ডুবে থাকত। আমি যখন এই সিরিজের জন্য মহড়া দিতে শুরু করেছিলাম, তখন আমার মনে হয়েছিল, আমার জন্য এটা চ্যালেঞ্জের। কিন্তু যখন তার কাজ করার কৌশল দেখলাম, সেটা আমাকে অনুপ্রাণিত করেছিল।’

সামান্থা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘সিটাডেল: হানি বানি’ আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে।