মুম্বাইয়ে তারার মেলা, ফারুকী-তিশা থেকে প্রিয়াঙ্কা, কে ছিলেন না

গত শুক্রবার থেকে মুম্বাইয়ে শুরু হয়েছে জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল। বলিউড তারকারা ছাড়াও এই উৎসব হয়ে উঠেছে দেশ-বিদেশের চলচ্চিত্র তারকাদের মিলনমেলা। কারা ছিলেন এই আয়োজনে? জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে
১ / ১৪
গত মাসেই বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ সিনেমার। এবার সিনেমাটি নিয়ে মুম্বাই উৎসবে গিয়েছেন নির্মাতা। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন দুটি সিনেমা। যার একটি এই ‘অটোবায়োগ্রাফি’। ফেসবুকে সিনেমার প্রদর্শনী, প্রশ্ন-উত্তর পর্বের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ফারুকী। ছবিতে নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কনটেন্ট–প্রধান অনিন্দ্য ব্যানার্জিকে দেখা যাচ্ছে। ছবি: ফেসবুক থেকে
২ / ১৪
উৎসবে ছিলেন আলোচিত তারকা জুটি রিচা চাড্ডা ও আলী ফজল। এএনআই
৩ / ১৪
স্ত্রী সুহাসিনী মণি রত্নমকে নিয়ে উৎসবে এসেছিলেন নির্মাতা মণি রত্নম, পাশে ছিলেন অভিনেতা কমল হাসানও। এএনআই
৪ / ১৪
সবুজ পোশাকে ভূমি পেডনেকর। এএনআই
৫ / ১৪
অভিনেত্রী তারা সুতারিয়াও ছিলেন আয়োজনে। এএনআই
আরও পড়ুন
৬ / ১৪
শর্বরী ওয়াগ এভাবেই ক্যামেরাবন্দী হন। এএনআই
৭ / ১৪
অভিনেত্রী সোনম কাপুর ও শানায়া কাপুর। এএনআই
৮ / ১৪
অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এএফপি
৯ / ১৪
অনেক দিন পর দেখা পাওয়া গেল কঙ্কণা সেন শর্মার। এএফপি
১০ / ১৪
অভিনেত্রী দিয়া মির্জাও ছিলেন। এএফপি
১১ / ১৪
রিতেশ দেশমুখও হাজির হন মামিতে
এএফপি
১২ / ১৪
স্ত্রী পত্রলেখাকে সঙ্গে রাজকুমার রাও। এএফপি
১৩ / ১৪
উৎসবে যোগ দিতে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এএফপি
১৪ / ১৪
প্রখ্যাত ইতালীয় নির্মাতা লুকা গুদানিনোও ছিলেন উৎসবের উদ্বোধনী দিন। এএফপি