গোয়াতে কার সঙ্গে ছুটি কাটাতে গেলেন অমিতাভের নাতনি

নব্যা নাভেলি নন্দা
ইনস্টাগ্রাম

অমিতাভ বচ্চনের নাতনি বলে কথা, নব্যা নাভেলি নন্দা তাই বরাবরই থাকেন আতশ কাচের নিচে। সম্প্রতি অবশ্য নিজের কাজ দিয়েই আলোচনায় তিনি। তাঁর পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নব্যা’ প্রচারের পর আলোচিত হয়েছে। এবার এক বলিউড তারকার সঙ্গে ঘুরতে গিয়ে খবর নব্যা। খবর পিংকভিলার

আরও পড়ুন

সম্প্রতি গোয়া থেকে ফেরার সময় বিমানবন্দরে অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে দেখা যায় নব্যাকে। এই প্রথম নয়, এর আগেও সিদ্ধান্তের সঙ্গে নব্যার প্রেমের গুঞ্জন শোনা গেছে।

সিদ্ধান্ত চতুর্বেদী
ফেসবুক থেকে

তবে নতুন করে ক্যামেরাবন্দী হওয়ার পর তাঁদের নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, সাদা টি-শার্ট ও ম্যাচিং প্যান্ট পরে বিমানবন্দর থেকে বের হচ্ছেন সিদ্ধান্ত। নব্যাকেও দেখা গেছে সাদা টপস ও কালো প্যান্টে।

তাঁদের ভিডিও ও ছবির নিচে মন্তব্য করেছেন অনেক অনুরাগী। একজন লিখেছেন, ‘দুর্দান্ত লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘দুজনকে মানিয়েছে ভালো।’

নব্যা নাভেলি নন্দা
ইনস্টাগ্রাম

এর আগে ‘ফোন ভূত’ মুক্তি পাওয়ার আগে সিদ্ধান্তকে প্রশ্ন করা হয়েছিল নব্যার সঙ্গে প্রেম নিয়ে। এ প্রসঙ্গে তখন তিনি মজা করে বলেন, ‘কারও সঙ্গে প্রেম করছি, এটা যদি সত্যি হতো!’

মুখে স্বীকার না করলেও নব্যা ও সিদ্ধান্তকে নিয়মিতই একসঙ্গে দেখা যায়। করণ জোহরের ৫০তম জন্মদিন উপলক্ষে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁদের। এ ছাড়া সম্প্রতি অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে র‍্যাম্পে হেঁটেছিলেন সিদ্ধান্ত। তখন দর্শকের আসনে বসে নব্যাকে দেখা যায় উচ্ছ্বাস প্রকাশ করতে। ওই ফ্যাশন শোতে নব্যা বসেছিলেন সিদ্ধান্তের মা-বাবার পাশে।