নানা পাটেকর কি সত্যিই সেলফি তুলতে আসা ভক্তকে চড় মেরেছেন
এক ভিডিও চিত্র নিয়ে উত্তাল নেট-দুনিয়া। ভিডিও দেখে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন বলিউড অভিনেতা নানা পাটেকর।
হঠাৎ করেই তাঁর পেছন দিক থেকে আসতে দেখা গেল এক তরুণকে। ওই তরুণ নানা পাটেকরের সঙ্গে সেলফি তুলতে গেলে অভিনেতা চমকে গিয়ে সপাটে চড় কষালেন তাঁর গালে। এমন একটি ভিডিও যখন ভাইরাল, তখনই মুখ খুললেন পরিচালক অনিল শর্মা। জানালেন সত্যিটা।
বুধবার সকাল থেকেই ভাইরাল হয়েছে নানা পাটেকরের এই ভিডিও। তার পর থেকেই বিতর্কের শুরু। কেউ কেউ বলছেন, অনুমতি না নিয়ে সেলফি তুলতে গেলেও এমন আচরণ করা উচিত হয়নি নানা পাটেকরের। তবে ভারতীয় গণমাধ্যম আজ তক-কে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অনিল শর্মা জানিয়েছেন, বাস্তবে আসলে এমন কোনো ঘটনা ঘটেনি। ওই ভিডিওতে যা দেখা গেছে, সবই তাঁর সিনেমার দৃশ্য!
অনিল শর্মা বলেন, ‘নানা পাটেকর কাউকে মারধর করেননি। আসলে বেনারসের ব্যস্ত রাস্তায় আমরা শুটিং করছিলাম। সেখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলেন নানা। শটটা ছিল, এক তরুণ তাঁর কাছে আসবেন আর তিনি রেগে গিয়ে তাঁর মাথায় সপাটে একটা চাটি মারবেন। সেই দৃশ্যেরই শ্যুটিং চলছিল তখন।’
পরিচালকের ভাষ্যে, শুটিং চলার সময় ঘটনাস্থলে উপস্থিত কোনো ব্যক্তি দৃশ্যটির ভিডিও ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও আপলোড হতেই হুলুস্থুল কাণ্ড।
পরিচালক আরও বলেন, ‘ওই ভিডিওর জন্য নানা পাটেকরকে সবাই খারাপ চোখে দেখছেন, তাঁকে বদমেজাজি বলা হচ্ছে। কিন্তু আমি জানাতে চাই, বিষয়টি মোটেই এমন নয়, ভাইরাল ভিডিওর পেছনে আসল সত্যিটা জানুন। নানা পাটেকর কাউকে মারধর করেননি।’