২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কান উৎসবে সিনেমার প্রদর্শনী নিয়ে বিস্ফোরক মন্তব্য নওয়াজুদ্দিনের

নওয়াজুদ্দিন সিদ্দিকী
ইনস্টাগ্রাম

বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। চলছে এই উৎসবের ৭৬তম আসর। এবারের আসরে প্রদর্শিত হয়েছে ভারতীয় দুই সিনেমা অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ও কানু বেহেলের ‘আগ্রা’। এর আগে কান উৎসবে প্রদর্শিত হয়েছিল ভারতীয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর নয়টি সিনেমা। সেই নওয়াজুদ্দিন এই উৎসবে সিনেমা প্রদর্শন নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

নওয়াজুদ্দিন মনে করেন, এই চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের যে ধারণা, তা ভুল। এই উৎসবে চলচ্চিত্র কীভাবে প্রদর্শন করা হয়, তা তিনি জানান। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, যে কেউ চাইলেই তাঁর সিনেমা এই উৎসবে প্রদর্শন করতে পারেন। এর জন্য কোনো আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন নেই। তিনি জানান, হল ভাড়া করে এই উৎসবে সিনেমা প্রদর্শন করা যায়।

আরও পড়ুন

কান উৎসব থেকে ফিরে অনেকেই প্রচার করেন, তাঁদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বিষয়টা তিনি ভালো চোখে দেখেন না।

নওয়াজুদ্দিন সিদ্দিকি
এএনআই

উৎসবে মনোনয়নের বাইরে থাকা সিনেমাগুলোর প্রদর্শনী নিয়ে তিনি বলেন, ‘আপনি টাকা দিন, নিজে লালগালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোক নিয়ে সেখানে পৌঁছে ছবি তুলুন আর সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, আমাদের সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।’

নওয়াজুদ্দিন আরও বলেন, এই উৎসবে সিনেমা প্রদর্শন করলে যে সিনেমাটি ভালো হবে, তা কিন্তু নয়। এ ক্ষেত্রে নওয়াজুদ্দিন নিজের সিনেমার উদাহরণ আনেন। কানে তিনি প্রথমবার গিয়েছিলেন সিনেমা ‘মিস লাভলি’ নিয়ে। সিনেমাটি কানে প্রশংসিত হলেও বক্স অফিসে ফ্লপ সিনেমার তকমা পায়।

আরও পড়ুন

নওয়াজুদ্দিন আরও বলেন, ‘আমরা যখন সিনেমা নিয়ে কানে যেতাম, তখন লোকে আমাদের বলত, “তোমরা এখানে কী করো?” এই প্রশ্নের উত্তরে বলতাম, “আমাদের সিনেমা কানে।” তখন তারা জিজ্ঞাসা করত, “কোথায়?” এই প্রশ্নের কোনো উত্তর তখন আমাদের কাছে ছিল না।’

অনেক দিন ধরেই ব্যক্তিগত সমস্যায় জর্জরিত নওয়াজুদ্দিন। স্ত্রী, ভাইয়ের অনেক অভিযোগের তির তাঁর দিকে। এসব বিষয়ে অনেক দিন ধরে মানসিক অবসাদে আছেন তিনি। সম্প্রতি মানসিক অবসাদকে ‘বড়লোকদের বিলাসিতা’ বলেও আলোচিত হয়েছিলেন তিনি। এবার কান নিয়ে করলেন বিতর্কিত মন্তব্য।  
নওয়াজকে সর্বশেষ দেখা গেছে সুধীর মিশ্রার ‘আফওয়া’ ছবিতে। আজ মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘জোগিরা সারা রা রা’। এই ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করছেন নেহা শর্মা।