চরিত্রকে অনুভব করাটাই জরুরি

সারা আলী খান
ইনস্টাগ্রাম

জুটি বেঁধে আসছেন সারা আলী খান ও ভিকি কৌশল, এমন খবর বেশ আগেই  শোনা গিয়েছিল। কিন্তু জানা যায়নি ছবির নাম। এমনও শোনা গেছে, ছবিটির নাম নাকি ‘লুকা ছুপি ২’, যদিও শেষ পর্যন্ত সেটা আর হয়নি। অবশেষে প্রকাশ্যে এল ছবিটির নাম। গত রোববার প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ছবির নাম ‘জারা হাটকে জারা বাঁচকে’। লক্ষ্মণ উতেকর পরিচালিত ছবিটি আপাদমস্তক হাসির পারিবারিক ছবি।

‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির পোস্টারে সারা ও ভিকি
ইনস্টাগ্রাম

এতে মধ্যবিত্ত পরিবারের সাধারণ গৃহবধূ হয়ে আসছেন সারা আলী খান। এক দিন পর গতকাল সোমবার ছবির ট্রেলারও মুক্তি পায়।

আরও পড়ুন

মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে অভিনেত্রী সারা আলী খান বলেন, ‘ছবিতে বিয়ে, সংসার নিয়ে এক ভিন্ন রসায়ন তুলে ধরা হয়েছে। আমি সত্যি রোমাঞ্চিত যে দর্শক এ রকম একটি ছবির সাক্ষী হতে চলেছেন।’

অবিবাহিত হয়ে বিবাহিত এক নারীর চরিত্র কতটা মানিয়ে নিতে পেরেছেন, এই প্রশ্নের জবাবে সারা বলেন, ‘সব সময় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তার কোনো মানে নেই। এখন একটি ছবির শুটিং করছি, যাতে আমি একজন স্বাধীনতাসংগ্রামী।

‘জারা হাটকে জারা বাঁচকে’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নাচে গানে মাতিয়ে রাখেন সারা ও ভিকি
এএফপি

নিশ্চয় বাস্তব অভিজ্ঞতা কোনো চরিত্রকে পর্দায় মেলে ধরতে সাহায্য করে। আমি মনে করি, কোনো চরিত্রকে পর্দায় তুলে ধরতে হলে তার আবেগ অনুভব করাটা জরুরি। আর চরিত্রের মননকে বোঝা প্রয়োজন। লক্ষ্মণের মতো পরিচালক যখন পাশে থাকেন, তখন বেশি কিছু করার প্রয়োজন পড়ে না। আমি অবিবাহিত। কিন্তু আমি ছবির সেই মেয়ের ব্যক্তিত্বকে অনুভব করেছি। আর মেয়েটি পাঞ্জাবি। তাই তার সংস্কৃতির সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছি।’

সারা আলী খানকে শেষবার ‘গ্যাসলাইট’ ছবিতে দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে সেখানে চিত্রাঙ্গদা ও বিক্রান্ত মাসেকে দেখা গিয়েছিল। তবে এই ছবি বড় পর্দায় নয়, ওটিটিতে মুক্তি পেয়েছিল। ভবিষ্যতে অভিনেত্রীকে ‘মার্ডার মোবারক ছবিতে দেখা যাবে। অপেক্ষায় আছেন ‘অ্যায় মেরে ওয়াতেন কে লোগো’রও।

‘জারা হাটকে জারা বাঁচকে’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নাচে গানে মাতিয়ে রাখেন সারা ও ভিকি
এএফপি

ছবিতে সারাকে মুম্বাইয়ের এক কলেজছাত্রীর চরিত্রে দেখা যাবে। কলেজছাত্রী থেকে কীভাবে সে স্বাধীনতাসংগ্রামী হয়ে ওঠে, তারই গল্প বলবে এই ছবি।

দীনেশ ভিজান প্রযোজিত ‘জারা হাটকে জারা বাঁচকে’ ২ জুন মুক্তি পাবে। এই ছবির সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর।