প্রাপ্তবয়স্কদের সনদ পাওয়া সিনেমা কেন স্কুলে দেখাতে বললেন অক্ষয়

‘ও্এমজি ২’ সিনেমার পোস্টার। আইএমডিবি

গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। মুক্তির আগে থেকেই ছবিটি নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। বিশেষ করে ভারতীয় সেন্সর বোর্ড ছবিটিকে ‘প্রাপ্তবয়স্কদের জন্য’ সনদ দেওয়ার পর বিরক্তি প্রকাশ করেন পঙ্কজ ত্রিপাঠি। এবার মুখ খুললেন অক্ষয়। অভিনেতা মনে করেন, ছবিটি ভারতের স্কুলগুলোতে দেখানো উচিত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

ভারতের সেন্সর বোর্ড ‘ওমজি ২’-এর ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে, ছবিটিকে ‘এ’; অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য রেটিংও দিয়েছে। ‘আদিপুরুষ’ নিয়ে অভিজ্ঞতার পর আর তার পুনরাবৃত্তি চায়নি সেন্সর বোর্ড। তাই ‘ওএমজি ২’-এর মতো একটি ছবিকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার পথে হেঁটেছে বোর্ড, জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

আরও পড়ুন

সেন্সর কাঁচির কারণে সিনেমাটির সৌন্দর্য যে অনেকটাই নষ্ট হয়েছে, মুক্তির পর অনেক সমালোচকই সেটা বলেছেন। এবার এই বিতর্কে মুখ খুললেন অক্ষয়।
অক্ষয় বলেন, ছবিটি টিনএজারদের জন্যই বানানো হয়েছে। কিন্তু ছবিটিকে প্রাপ্তবয়স্কদের জন্য সনদ দেওয়া হলো। অথচ সিনেমাটি স্কুলে স্কুলে দেখানো উচিত। তারপরও ছবিটি যারা দেখতে এসেছে, তাদের ধন্যবাদ।  

জানা গেছে, ছবিটিতে যৌনশিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ ছড়া যৌন নিপীড়ন নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে।

অক্ষয় কুমার
ইনস্টাগ্রাম

অক্ষয় এ জন্যই স্কুলে ছবিটি প্রদর্শনীর ওপর গুরুত্ব দিয়েছেন বলে মনে করছেন অনেকে। গত বছর অক্ষয় অভিনীত সব কটি সিনেমাই ফ্লপ হয়, সমালোচকেরাও পছন্দ করেননি। কিন্তু ‘ওমজি ২’ দিয়ে অভিনেতা দুর্দান্তভাবে ফিরেছেন, মনে করেন অনেক সমালোচক।

যদিও বক্স অফিসে ‘গদার ২’-এর দাপটে সেভাবে ব্যবসা করতে পারছে না ‘ওএমজি ২’। মুক্তির পর প্রথম দুই দিনে ছবিটি আয় করেছে ২৫ কোটি রুপির বেশি; যা চলতি বছরের হিন্দি সিনেমার নিরিখে খুব একটা খারাপ নয়।

২০১২ সালে নির্মিত সুপারহিট সিনেমা ‘ওএমজি-ওহ মাই গড’-এর সিকুয়েল ‘ওএমজি টু’। অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও ছবিটিতে আছেন ইয়ামি গৌতম।