২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘হেরা ফেরি’র সিকুয়েলে না থাকার কারণ জানালেন অক্ষয়

হাওড়া ব্রিজে কার্তিক আরিয়ান
ভাস্কর মুখার্জি

ধীরে ধীরে বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের জায়গা নিচ্ছেন বলিউডের নতুন তারকা কার্তিক আরিয়ান। ‘ভুলভুলাইয়া’ র পর এবার ‘হেরা ফেরি’র সিকুয়েলেও অক্ষয়ের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কার্তিক। ‘হেরা ফেরি’র অভিনেতা পরেশ রাওয়াল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ‘ভুলভুলাইয়া ২’ সিনেমায় কার্তিকের অভিনয় মন জয় করে নিয়েছে সিনেমাপ্রেমীদের। বলিউড দুঃসময়েও ছবিটি বক্স অফিসে ঝড় তোলে। এ কারণেই কার্তিকের ওপর আস্থা রেখেছেন ‘হেরা ফেরি ৩’-এর নির্মাতা-প্রযোজক। এই ফ্র্যাঞ্চাইজির আগের দুটি ছবি হিট হয়েছিল। কমেডি ঘরানার এই ছবিতে রাজু চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়। এবার রাজু চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে না।

‘ভুল ভুলাইয়া ২’ প্রায় ২০০ কোটি রুপি ব্যবসা করেছে
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

অক্ষয় না থাকায় অনেক দর্শক মনঃক্ষুণ্ন। অনেকে ভাবছেন, অক্ষয়ের একের পর এক ছবি ফ্লপ হচ্ছে। তাই হয়তো তাঁকে বাদ দিয়েছেন। গত জুন মাসে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা জানিয়েছিলেন, অক্ষয়, সুনীল ও পরেশকে নিয়েই তৈরি করা হবে ‘হেরা ফেরি ৩’। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘হেরা ফেরি ৩’-এর চিত্রনাট্য পড়ে অক্ষয় কুমার নিজেই এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন।

‘হেরা ফেরি’তে পরেশ রাওয়ালের সঙ্গে অক্ষয়
ছবি : সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যমকে অক্ষয় জানিয়েছেন, ‘হেরা ফেরি ৩’-এর জন্য শুরুতে তাঁকেই প্রস্তাব দেওয়া হয় কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি সরে দাঁড়িয়েছেন। এটিকে ‘সৃজনশীল মতবিরোধ’ বলে অবিহিত করেছেন অক্ষয়।

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা কার্তিক আরিয়ান
ছবি : সংগৃহীত

কার্তিক আরিয়ান এ সময় বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা। ‘হেরা ফেরি ৩’ ছাড়া তাঁর হাতে রয়েছে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘আশিকি ৩’, ‘ফ্রেডি’র মতো ছবিও।

২০০০ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। ছবিতে রাজু চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। শ্যামের চরিত্রে সুনীল শেঠি এবং বাবু ভাইয়ের চরিত্রে পরেশ রাওয়ালকে দেখা গিয়েছিল। প্রথম ছবির সাফল্যের পর ২০০৬ সালে মুক্তি পায় ‘ফির হেরা ফেরি’। সেই ছবিতেও তাঁদের তিনজনকেই দেখা যায়। এই ত্রয়ীর অভিনয় জনপ্রিয়তা এনে দেয় ছবিটিকে।

আরও পড়ুন
আরও পড়ুন