সামান্থা জানালেন, জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কী ছিল
পেশাদার অভিনয়শিল্পীদের জন্য ক্যারিয়ারের সুসময়ে বিরতি নেওয়া কঠিন এক সিদ্ধান্ত। কিন্তু একরকম বাধ্য হয়েই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছিল দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভুকে। সম্প্রতি ফেমিনা ইন্ডিয়ার সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।
গত বছরের জুলাইয়ে অ্যামাজন প্রাইমের সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং করেন তিনি। রাজ ও ডিকের এ সিরিজে সামান্থাকে দেখা যাবে বরুণ ধাওয়ানের বিপরীতে।
এ সিরিজের শুটিং শেষ করেই বিরতির ঘোষণা দেন তিনি। মায়োসাইটিস রোগে আক্রান্ত হওয়ায় বিরতি নিতে বাধ্য হন তিনি। গত মাসেই বিরতি শেষ কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
এবার ফেমিনা ইন্ডিয়ার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অভিনয় থেকে বিরতি নেওয়া তাঁর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। সামান্থা বলেন, ‘আমার আত্মবিশ্বাস কম, এই ভয়টা সব সময়ই ছিল। আমি সমস্যা খুঁজে বের করে সমাধানের চেষ্টা করেছি। বাইরে থেকে নয়; বরং ভেতরের ক্ষত সারিয়ে তোলা বেশি জরুরি ছিল।’
অভিনেত্রী আরও যোগ করেছেন, এ ধরনের বিপত্তি তাঁকে আরও শক্তিশালী করে তুলেছে। অভিনেত্রীর কথায়, ‘এই পরিস্থিতি আমাকে এমন একজন মানুষে পরিণত করেছে, যার জন্য আমি সত্যিই গর্বিত।’
সামান্থা অভিনীত সর্বশেষ সিনেমা ‘খুশি’ বক্স অফিসে ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। তেলেগু সিনেমাটিতে সামান্থার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরাকোন্ডা।