২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এবার দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে আসছেন রাজামৌলি

এস এস রাজামৌলি। ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় ‘চলচ্চিত্রের জনক’ দাদাসাহেব ফালকের জীবন নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র। ছবির নাম ‘মেড ইন ইন্ডিয়া’। গতকাল সিনেমাটির খবর দিয়েছেন পরিচালক এস এস রাজামৌলি স্বয়ং।

আরও পড়ুন

তবে রাজামৌলি নিজে সিনেমাটি পরিচালনা করবেন না; তিনি থাকছেন প্রেজেন্টারের ভূমিকায়। ছবিটি পরিচালনা করবেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা নিতিন কাক্কর।

দাদাসাহেব ফালকে প্রথম বড় পর্দায় ‘রাজা হরিশ্চন্দ্র’ ছবি তৈরি করে চলচ্চিত্র অঙ্গনে ভারতের পতাকা তুলে ধরেছিলেন।

দাদাসাহেব ফালকে
সংগৃহীত

দাদাসাহেব ফালকের জীবনভিত্তিক ছবি ‘মেড ইন ইন্ডিয়া’ দিয়ে প্রযোজনায় হাতেখড়ি হবে রাজামৌলির ছেলে এস এস কার্তিকেয়ার। সিনেমাটির আরেক প্রযোজক বরুণ গুপ্ত।

দাদাসাহেব ফালকের জন্ম ১৮৭০ সালের ৩০ এপ্রিল বর্তমান ভারতের মহারাষ্ট্রের নাসিকে। ১৯৪৪ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। দাদাসাহেবের প্রকৃত নাম ছিল ধুনদিরাজ গোবিন্দ ফালকে। তিনি ছিলেন চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা, পরিচালক, ডিজাইনার, কাহিনিকার ও চিত্রনাট্যকার। বড় পর্দায় তাঁর প্রথম ছবি ‘রাজা হরিশ্চন্দ্র’ নির্মিত হয় ১৯১৩ সালে।

দাদাসাহেবের নির্মিত ছবির মধ্যে রয়েছে ‘মোহিনী ভাস মাসুর’, ‘সত্যবান সাবিত্রী’, ‘লংকা দহন’, ‘শ্রীকৃষ্ণ জনম’, ‘কালিয়া মার্দান, ‘বুদ্ধদেব’, ‘সেতু বন্ধন’ ইত্যাদি।
গতকাল এক্সে (সাবেক টুইটার) এই ছবি নির্মাণের কথা জানিয়ে রাজামৌলি বলেন, ‘প্রথম যখন ছবিটির চিত্রনাট্য শুনলাম, তখন আবেগে ভেসে গিয়েছিলাম। এমনিতে বায়োপিক নির্মাণ করা কঠিন। তবু আমি সেই চালেঞ্জকে হাতে নিয়ে নেমে পড়েছি “মেড ইন ইন্ডিয়া” তৈরি করতে।’

ছবিটি মুক্তি পাবে হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায়।