‘বেবি জন’ –এর হাল আরও বেহাল হচ্ছে
অ্যাটলি কুমার পরিচালিত ছবি ‘জওয়ান’ বক্স অফিসে ঝড় তুলেছিল। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই ছবির মূল নায়ক ছিলেন শাহরুখ খান। তবে এবার অ্যাটলি কুমার প্রযোজিত ছবি ‘বেবি জন’-এর হাল ক্রমশ বেহাল হচ্ছে। এমনকি মোট বাজেটের ধারেকাছে পৌঁছাতে পারেনি ‘বেবি জন’। তাই এক বড়সড় ফ্লপের ধাক্কা সামলাতে হবে নির্মাতাদের।
ক্রিসমাস, এমনকি নিউ ইয়ারের ফায়দা নিতে পারেনি কালীস পরিচালিত ছবি ‘বেবি জন’। বরুণ ধাওয়ান অভিনীত এই প্যান ইন্ডিয়া ছবিকে ঘিরে সবার অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশার ছিটেফোঁটা পূরণ করতে পারেনি ‘বেবি জন’। এমনকি ছবির বাজেট থেকে শতহস্তে দূরে আছে এর বক্স অফিস কালেকশন।
অ্যাটলি ‘বেবি জন’-এর প্রচারণায় কোনো খামতি রাখেননি। নাচ, গান, আবেগ, অ্যাকশন, পারিবারিক সম্পর্ক—সবকিছুই মজুদ আছে ‘বেবি জন’-এ। দর্শক টানতে ছবিতে উত্তরের নায়ক বরুণ আর দক্ষিণের নায়িকা কীর্তি সুরেশকে রেখেছেন নির্মাতারা। কিন্তু দর্শক কিছুতেই ‘বেবি জন’ দেখতে হলমুখী হচ্ছেন না। বক্স অফিসের দিকে দেখলে তা বোঝা যাচ্ছে।
গত ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল বরুণের এই ছবি। কিন্তু মুক্তির আট দিন পার হওয়ার পরও ‘বেবি জন’-এর আয় ৫০ কোটি পার হয়নি। বছরের প্রথম দিন, অর্থাৎ মুক্তির আট দিনে এই ছবির আয়ের অঙ্ক ছিল ২ দশমিক ৭৫ কোটি।
আর বছরের শেষ দিন মানে ৩১ ডিসেম্বর ‘বেবি জন’ আয় করেছিল ২ দশমিক ১৫ কোটি। কালীস পরিচালিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহান্তে মাত্র ৪ দশমিক ৭৫ কোটি কালেকশন করেছিল। ‘বেবি জন’ বক্স অফিসের খাতা খুলেছিল ১১ দশমিক ২৫ কোটি দিয়ে। এরপর এই অ্যাকশনধর্মী ছবিটি দুই অঙ্কের সংখ্যা ছুঁতে পারেনি, আর যা অত্যন্ত হতাশজনক।
বরুণ, বামিকা গাব্বি ও কীর্তি সুরেশ অভিনীত ‘বেবি জন’ ছবির মোট বাজেট ১৬০ কোটি। এখন পর্যন্ত এ ছবি তার মোট বাজেটের মাত্র ২০ শতাংশ আয় করতে পেরেছে। ছবিটি টেনেটুনে আয় করেছে ৩৫ দশমিক ৪ কোটি। এদিকে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২ : দ্য রুল’ এখনো বক্স অফিসে দাপট দেখিয়ে চলেছে। সুকুমার পরিচালিত ছবিটি মুক্তির ২৮ দিনে যা আয় করছে, ‘বেবি জন’ তা করতে পারছে না।