ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করবেন কঙ্গনা

কঙ্গনা রনৌত

ফিল্মফেয়ার ম্যাগাজিন ‘থালাইভি’ ছবির জন্য কঙ্গনা রনৌতকে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে নমিনেশন দিয়েছে। আর এতেই চটেছেন অভিনেত্রী। ফিল্মফেয়ার ম্যাগাজিনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ঠিক কী কারণে তিনি মামলা করবেন, সে কথাও তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘“অনৈতিক” ও “দুর্নীতিগ্রস্ত” ফিল্মফেয়ারকে ২০১৪ সাল থেকেই বর্জন করে আসছি আমি। তারপরও সেই সময় থেকে আমার কাছে ফোন আসছে ক্রমাগত আর বলছে ওদের অ্যাওয়ার্ড শোতে যোগ দিতে। আর এ বছর ওরা আমাকে “থালাইভি”র জন্য অ্যাওয়ার্ড দিতে চায়। আমি এটা ভেবে অবাক হলাম যে ওরা আমাকে এখনো নমিনেশন দেয়। এটা আমার মর্যাদা ও নীতিবোধকে ছোট করে। তাই আমি ঠিক করেছি, ফিল্মফেয়ারের নামে মামলা করব।’

কঙ্গনা রনৌত

এর আগে ভারতের প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরকে ট্রিবিউট না দেওয়ার কারণে অস্কার আর এমি অ্যাওয়ার্ডকেও বর্জন করার ডাক দিয়েছিলেন কঙ্গনা। সেই সময় কঙ্গনা বলেছিলেন, ‘সেসব লোকাল অ্যাওয়ার্ড যারা নিজেদের আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করে, তাদের বিরুদ্ধে আমাদের উচিত পদক্ষেপ নেওয়া। অস্কার আর এমি ব্যর্থ হয়েছে ভারতরত্ন লতা মঙ্গেশকরকে যথাযোগ্য সম্মান দিতে। আমাদের মিডিয়ার উচিত সম্পূর্ণভাবে এদের বর্জন করা।’

কঙ্গনা রনৌত
ইনস্টাগ্রাম

কঙ্গনা রনৌতের সঙ্গে ‘সেরা অভিনেত্রী’র নমিনেশন পেয়েছেন কিয়ারা আদভানি, কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া, তাপসী পান্নু ও বিদ্যা বালান।
কঙ্গনা রনৌতের ছবি ‘ইমার্জেন্সি’ এখন মুক্তির অপেক্ষায়। ১৯৭৫ সালের ২৫ জুন থেকে টানা ২১ মাস ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কঙ্গনার এ ছবিতে সে সময়ই তুলে ধরা হয়েছে। ছবিতে ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছবি পরিচালনার দায়িত্বের পাশাপাশি ছবির প্রযোজকও কঙ্গনা।