অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক্-বিবাহ অনুষ্ঠানে যা হচ্ছে
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক্-বিবাহ অনুষ্ঠান চলছে। আগের মতো এ আয়োজনেও হাজির হয়েছেন তারকারা। দেশ-বিদেশের তারকা অতিথিদের জন্য এলাহি সব খাবারদাবারের আয়োজন রাখা হয়েছিল অনুষ্ঠানে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, হবু দম্পতি ক্রুজে থাকা তাঁদের অতিথিদের জন্য বিদেশি খাবার থেকে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল।
জানা গেছে, ভারতের বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফে থেকে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবার ছিল মেনুতে।
ক্যাফের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেল থেকে একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ভক্তদের সেরা খাবার পরিবেশনের পাশাপাশি, হবু বর-কনের জন্য জনপ্রিয় সংগীতশিল্পীদের জমকালো পারফরম্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে। সংগীতশিল্পী কেটি পেরি থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের পারফরম্যান্স ছিল এই অনুষ্ঠানে।
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতির মেয়ে রাধিকা মার্চেন্ট আগামী ১২ জুলাই মুম্বাইতে বিয়ে করতে চলেছেন। তার আগে এই হবু দম্পতির জন্য গত মার্চ মাসে ভারতের জামনগরে তিন দিনব্যাপী প্রাক্-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৯ মে শুরু হয়েছে দ্বিতীয় প্রাক্-বিবাহ অনুষ্ঠান। এবারের আয়োজনটি হচ্ছে একটি বিলাসবহুল ক্রুজে। ইতালি থেকে যাত্রা শুরু করে যা ইউরোপের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করছে।