২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আমি কখনো অহংকারী ছিলাম না

শ্রুতি হাসানছবি : ইনস্টাগ্রাম

কিছু দিন আগে অভিনেত্রী, গায়িকা শ্রুতি হাসানের মিউজিক ভিডিও ‘মনস্টার মেশিন’ নিয়ে রীতিমতো সাড়া পড়েছে। এবার তিনি প্রভাসের সঙ্গে আসছেন ‘সালার’ ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্যান ইন্ডিয়া অভিনেত্রী নিজের অভিনয়জীবন নিয়ে কিছু কথা প্রকাশ করেছেন।

‘মনস্টার মেশিন’ গান প্রসঙ্গে শ্রুতি বলেছেন, ‘আমি আমার এই গানের মাধ্যমে সব রকম অন্ধকার দিক প্রকাশ করেছি। আর এটা এমনই এক গান, যা আমি অন্তর থেকে অনুভব করি। আমি রোমান্টিক নই, তবে আমি রোমান্টিক গানের ধরনটা খুব পছন্দ করি। আর এটাই আমার কাছে প্রেমের গান।’

শ্রুতি হাসান
ছবি : ইনস্টাগ্রাম

প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ ছবির গল্প এক কালো ক্যানভাসে লেখা হয়েছে। প্রশান্তের আগের ছবি ‘কেজিএফ’-এর পটভূমিও তা–ই ছিল। কমল হাসানের কন্যা শ্রুতি বলেছেন, ‘আমি কখনোই কেজিএফ-এর কয়লাখনির সুন্দর ফ্রেম সঞ্জয় লীলা বানসালির ফ্রেমে খুঁজে পাইনি।’

এ ছবির প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রশান্ত স্যার আর প্রভাস নামের সঙ্গেই এক আস্থা জড়িয়ে আছে। আর তাঁদের সঙ্গে আমি দারুণ সময় কাটিয়েছি। প্রশান্ত স্যারের দুনিয়া বেশ মজার আর তার মধ্যে অনেক স্তর আছে।’

শ্রুতি হাসান
ছবি : ইনস্টাগ্রাম

গান হোক বা অভিনয়—শ্রুতি সব ক্ষেত্রে নিজের মতামত খোলাখুলি রাখতে ভালোবাসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, আমার সহ–অভিনেতা থেকে ম্যানেজার সবাই আমাকে সাবধান করেছিলেন যে আমি স্পষ্টভাবে আমার মতামত জানালে আগামী দিনে কাজ পাব না। কিন্তু আমি নিজেকে বদলাতে পারিনি। আমি এ ব্যাপারে এখনো খোলামেলা।’

কমল হাসানের মেয়ে বলে শুরুর দিকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। শ্রুতি জানান যে তাঁর নামের সঙ্গে ‘অহংকারী’ বিশেষণটা জুড়ে গিয়েছিল। অভিনেত্রী বলেন, ‘শুরুর দিকে অনেকে আমাকে অহংকারী বলত। আসলে আমি কখনোই তা ছিলাম না। স্রষ্টা সাক্ষী। আমি আমার বুকে হাত দিয়ে কথা বলছি। আমি তখন আমার নিজস্ব নিরাপত্তাহীনতায় ভুগতাম। আর আমাকে এক অদ্ভুত ভয় তাড়া করত।’

শ্রুতি হাসান
ছবি : ইনস্টাগ্রাম

শ্রুতিকে নিয়ে আরও কিছু ভুল ধারণা ইন্ডাস্ট্রিতে আছে। আর সেসব তিনি ভাঙতে চান। এই তারকাকন্যা বলেন, ‘আমি মোটেও পুরুষবিদ্বেষী নই। আমাদের সমাজের বড় সমস্যা হলো, ছেলেদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা যথেষ্ট কথা বলি না। আমাদের উচিত এ ব্যাপারে আলাপ-আলোচনা করা, যাতে আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারি।’

প্রশান্ত নীল পরিচালিত ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ ছবিটি ২২ ডিসেম্বর মুক্তি পাবে। এ ছবিতে শ্রুতি আর প্রভাস ছাড়া আছেন পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু। ৪০০ কোটি বাজেটের এই ছবির মুখোমুখি টক্কর হতে চলেছে শাহরুখ খান অভিনীত ডানকি ছবির সঙ্গে।