‘খারাপ মানুষের সঙ্গে সময় নষ্ট করতে চাই না’

ওয়ামিকা গাব্বি
ইনস্টাগ্রাম

‘জব উই মেট’ দিয়ে হিন্দি ছবির খাতা খুলেছিলেন পাঞ্জাবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। মধ্যে বেশ কিছুদিন পাঞ্জাবি ও দক্ষিণি ছবিতে কাজ করেছিলেন। তবে তাঁকে পরিচিতি দিয়েছে ওটিটি। ‘মাই: আ মাদার্স রেজ’ সিরিজে মূক ও বধির চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন।

‘গ্রহণ’ সিরিজে ওয়ামিকা
ছবি : সংগৃহীত

‘গ্রহণ’ সিরিজেও তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। কখনো অভিনয়ের তালিম নেননি ওয়ামিকা, ‘আমি অভিনয় শিখে আসিনি। অন্তর থেকেই আসে আমার অভিনয়। তবে ছোটবেলা থেকেই অভিনয়শিল্পী হতে চেয়েছিলাম। বাবা বলতেন, জন্মানোর পর আমার বড় বড় চোখ দেখেই উনি বুঝেছিলেন আমি অভিনয়শিল্পী হব। বাবা আমাকে নানা ধরনের নাটক দেখাতেন। তাই শৈশব থেকেই নাটকের দুনিয়ায় বসবাস। ছোটবেলা থেকেই নাচতে ভালোবাসতাম। জীবনে অভিনয়ের বাইরে অন্য কিছু নিয়ে ভাবিনি। আমার জীবনে বাবার অবদান অনেকখানি।’

ক্যারিয়ার নিয়ে চাপে থাকতে চান না ওয়ামিকা
ছবি : ফেসবুক থেকে

করোনা বদলে দিয়েছে ওয়ামিকার জীবনদর্শন। ক্যারিয়ার নিয়ে চাপে থাকতে চান না তিনি। জীবনটাকে উপভোগ করতে চান, ‘করোনা শিখিয়েছে যে জীবনে যা কিছু ঘটতেই পারে। আমি তাই আজ বাঁচায় বিশ্বাসী। চেষ্টা করি ভালো মানুষের সঙ্গে সময় কাটাতে। খারাপ মানুষের সঙ্গে সময় নষ্ট করতে চাই না। জীবনকে ঘিরে আগে আমি অনেক পরিকল্পনা করতাম। এখন জীবনকে উপভোগ করার কথাই ভাবি। সেটে কখনো মনে করি না যে আমি একজন অভিনেতা; আমার এই চাই, তা-ই চাই। তবে একজন অভিনয়শিল্পী হিসেবে পর্দায় অভিনব কিছু করে আমি জাদু সৃষ্টি করতে চাই। অবশ্যই ব্যতিক্রমী কিছু করতে চাই।’

আরও পড়ুন
বাহুবলী: বিফোর দ্য বিগিনিং’-এ শিবগামী চরিত্রে দেখা যাবে ওয়ামিকাকে
ছবি : ফেসবুক থেকে

চলতি বছর ওয়ামিকাকে দেখা যাবে নেটফ্লিক্সের ওয়েব সিনেমা ‘খুফিয়া’তে, একই প্ল্যাটফর্মের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘বাহুবলী: বিফোর দ্য বিগিনিং’-এ শিবগামী চরিত্রে তাঁকে দেখা যাবে। এ ছাড়া করবেন একটি মালয়ালম সিনেমা।

আরও পড়ুন