কেন রাজেশ খান্নার সঙ্গে আর কাজ করেননি জাভেদ আখতার

জাভেদ আখতার। এএনআই

দিলীপ কুমার, রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন—বলিউডের তিন প্রজন্মের জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করেছেন জাভেদ আখতার। বাকি দুই অভিনেতা সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ হলেও রাজেশ খান্না সম্পর্কে এক সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য করেন এই চিত্রনাট্যকার ও গীতিকার। কিন্তু কেন রাজেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের কথা জানালেন জাভেদ আখতার? জেনে নেওয়া যাক টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।

জাভেদ আখতার জানান, তাঁদের লেখা ‘আন্দাজ’ ও ‘হাতি মেরা সাথি’ এই দুই ছবির গল্পে কাজ করে এক ধাক্কায় আরও জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাজেশ। তাঁরা অর্থাৎ সেলিম-জাভেদ জুটিরও সেই ছবির বদৌলতে খ্যাতি বেড়েছিল।

‘হাতি মেরা সাথি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

কিন্তু এরপর আর কোনো গল্প তাঁরা রাজেশ খান্নার জন্য লেখেননি। কেন? জবাবে জাভেদ জানান, রাজেশ খান্নার সঙ্গে কাজ করা খুব কঠিন ছিল। সব সময় তাঁর চারপাশে ঘিরে থাকত চাটুকারেরা, রাজেশ যাদের কথামতো চলতেন, ফিরতেন।

জাভেদ বলেন, ‘একটা সময় ছিল, ভারতে কোনো শিশু মা-বাবা ডেকে ওঠার আগে “রাজেশ খান্না” উচ্চারণ করতে শিখত।‌ কিন্তু সেই সময়টা খুব বেশি দিন থাকেনি।’

অমিতাভ ও দীলিপ কুমার সম্পর্কে তিনি বলেন, ‘অমিতাভ বচ্চন সেই সময় বড় তারকা ছিল না বটে কিন্তু দুরন্ত অভিনেতা ছিল।

আরও পড়ুন

ওর মধ্যে এমন একটা ব্যাপার ছিল যে সেই সময় যেসব গল্প, চিত্রনাট্য আমরা লিখেছি, তার সঙ্গে অদ্ভুত সামঞ্জস্য থাকত অমিতাভের। চরিত্রে মিশে যেতে পারত সে। বলব দিলীপ কুমারের কথাও। অসম্ভব ভালো অভিনেতা আর ততটাই ভালো মানুষ।’