কেউ কারও জায়গা নিতে পারে না
অভিনয়ে চার দশক পার করেছেন অনিল কাপুর। এখনো তরুণদের সঙ্গে পাল্লা দিচ্ছেন। যেকোনো চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করছেন। সব সময় নতুন নতুন রূপে আবির্ভূত হচ্ছেন। এবার সঞ্চালক হিসেবে আবির্ভূত হচ্ছেন তিনি। জিও সিনেমার বিগ বস ওটিটি থ্রি সঞ্চালনা করছেন অনিল কাপুর।
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন দায়িত্ব নিয়ে বলেছেন অনিল কাপুর। তিনি বলেন, ‘আমাকে সব সময় নতুন জিনিস আকৃষ্ট করে। এখন নতুন কিছু করার নেশা আরও পেয়ে বসেছে। তাই নিজের পুরোনো ইমেজ ভেঙে নতুন রূপে দর্শকের সামনে আসি।’
এবারই প্রথমবারের মতো সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন তিনি। বিগ বস মানেই সালমান খান; বিগ বস ওটিটি’–ও সঞ্চালনা করেছিলেন তিনি। সালমানের বদলে অনিল কাপুরকে নেওয়ায় শুরুতে ফিসফাস শোনা গিয়েছিল। এ প্রসঙ্গে অনিল কাপুর বলেন, ‘দেখুন, কেউ কারও জায়গা নিতে পারে না। সালমানের জায়গা যেমন কেউ নিতে পারবেন না। তেমনই আমাকে কেউ “রিপ্লেস” করতে পারবেন না। তবে ভালোবেসে করলে যে কেউ এই দায়িত্ব সামলাতে পারবেন। আর তাঁকে যে ছায়াছবির জগতের ব্যক্তি হতে হবে, এমন কথাও নয়।’
অনিল নিজে কি কখনো প্রতিযোগী হিসেবে বিগ বসে আসতে চান, জবাবে অভিনেতা মুচকি হেসে বলেন, ‘আমার যখন ৩০ বছর বয়স ছিল, তখন আমি স্বচ্ছন্দে এখানে প্রতিযোগী হিসেবে আসতে চাইতাম। এখন এই হাউসের বাসিন্দা হলে আমি কপিল শর্মা, সালমান আর করণ জোহরকে আমার সঙ্গে চাইব। তখন বিগ বস সঞ্চালনা করবেন অমিত জি (বচ্চন)।’
অনিল কাপুরের কাছে মাধ্যম কোনো গুরুত্ব পায় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সব সময় যেকোনো মাধ্যমকে খোলামনে স্বাগত জানিয়েছি। সিনেমায় অভিনয় করেছি। নন-ফিকশন ছবি স্লামডগ মিলিয়নিয়ার-এ অভিনয় করেছি। এই ছবি বিশ্বজুড়ে সফলতা পেয়েছিল। ছোট পর্দাতেও আমি কাজ করেছি। টেলিভিশনে ২৪ ধারাবাহিকে যখন কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমাকে অনেকে তা করতে নিষেধ করেছিলেন। অনেকেই বলেছিলেন যে বড় পর্দার অভিনেতা হয়ে ছোট পর্দায় অভিনয় না করা উচিত। ওটিটি-র অভিজ্ঞতাও আমি নিয়েছি। আমাকে বড় পর্দায় ভালো মানুষের চরিত্রে দেখা যায়। ওটিটি-তে আমি মন্দ লোকের ভূমিকায় এসে সবাইকে অবাক করে দিয়েছিলাম। এবার ওটিটি-তে সঞ্চালনাও করে ফেললাম।’
অনিল জানান যে জীবনে কখনো ঝুঁকি নিতে পিছপা হননি তিনি। তাঁর কথায়, ‘অসফলতার ভয়ে নিজেকে গুটিয়ে রাখলে চলবে না। আমি কখনো নিজেকে নিরাপদ রাখিনি। জীবনের যেকোনো পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। জীবনে ঝুঁকি নিতে ভয় পেলে চার দশকের বেশি সময় এখানে টিকে থাকতে পারতাম না।’
অভিনেতা হিসেবে জীবনের সব স্বপ্ন প্রায় পূরণ হয়েছে তাঁর। আর জীবনে কোনো অনুশোচনা নেই তাঁর। তবে এখনো মঞ্চে অভিনয় করার ইচ্ছা পূরণ হয়নি বলে জানান অনিল। তবে জীবনে যা কিছু পেয়েছেন, তার জন্য শুধুই হাতজোড় করে কৃতজ্ঞতা জানাতে চান অভিনেতা।
আড্ডার শেষে উঠে আসে কাপুর পরিবারের আসল ‘বিগ বস’-এর কথা, আলতো হেসে তিনি বলেন, ‘আমি সবার কাছে নিজেকে “বিগ বস” হিসেবে দেখাই। আমার হাবভাব দেখে মনে হতে পারে, আমিই বিগ বস। কিন্তু আমার স্ত্রীর কথাতেই আমাদের পরিবার চলে।’