ফুটবল ম্যাচ উদ্বোধনে গিয়ে হার্ট অ্যাটাক, মারা গেছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা
ভারতীয় চলচ্চিত্র জগতে আবারও দুঃসংবাদ। মারা গেছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা মামুক্কোয়া। ফুটবল ম্যাচের উদ্বোধন করতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হন অভিনেতা। বুধবার ভোরে ৭৬ বছর বয়সে শেষ হয় তাঁর জীবনযাত্রা। সূত্র ভারতীয় সংবাদ সংস্থা এএনআই
সাধারণ মানুষ কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারেন, তা দেখিয়ে গেছেন সদাহাস্যময় মামুক্কোয়া। মামুক্কোয়া দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে পরিচিত মুখ। চার দশক ক্যামেরার সামনে অভিনয় করেছেন। তাঁকে মালয়ালম ইন্ডাস্ট্রির ‘লাফটার কিং’ বলে অভিহিত করা হয়। ৪৫০টি সিনেমায় তিনি অভিনয় করেছেন। সাদামাটা চেহারার সুবাদে সব ছবিতে সাধারণ মানুষের ভূমিকায় অভিনয় করতেন তিনি। মালাবার উচ্চারণে সংলাপ বলার জন্য বিখ্যাত ছিলেন মামুক্কোয়া। একাধিক জনপ্রিয় চরিত্রে কাজ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা। সে সময় খুব ঘামছিলেন মামুক্কোয়া, বুকে তীব্র চাপ অনুভব করছিলেন।
অনুষ্ঠানস্থল থেকে দ্রুত তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কেরালার আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুরুতে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি, তবে পড়ে যাওয়ার কারণে মাথায় রক্তক্ষরণ হয় অতিরিক্ত। এ কারণে আবার হৃদ্রোগে আক্রান্ত হন এবং শেষ রক্ষা হয়নি। ভেন্টিলেশনে দেওয়ার পরও একে একে বিকল হয়ে যায় তাঁর অঙ্গপ্রত্যঙ্গ।
১৯৭৯ সালে থিয়েটার দিয়ে অভিনয় শুরু মামুক্কোয়ার। একসময় চলচ্চিত্রে কাজ শুরু করেন।
দক্ষিণি তারকা মামুত্তি, জয়রাম, মোহনলালসহ বড় তারকাদের সঙ্গে পর্দায় অভিনয় করেছেন তিনি। মালয়ালম কমেডিতে তিনি ছিলেন পরিচিত মুখ। বেশির ভাগ ছবিতে চায়ের দোকানদার হিসেবে দেখা গেছে তাঁকে। তবে সেই চরিত্রেও তাঁর সংলাপ বলার ধরন ছবিগুলোকে বিশেষ মাত্রা দিয়েছে। সাম্প্রতিক ‘হালাল লাভ স্টোরি', ‘কুরুথি’, ‘মিন্নাল মুরালি’র মতো হিট মালয়ালম ছবিতে দেখা মিলেছে তাঁর। গত বছর তামিল ছবি ‘কোবরা’তে কাজ করেছিলেন তিনি।