জুয়ার অ্যাপ–কাণ্ডে রণবীরের পর কপিল, শ্রদ্ধাদের তলব, নজরে আর কারা আছেন
অনলাইন বেটিং অ্যাপে প্রতারণার কাণ্ডে এখন তোলপাড় চলছে ভারতে। বেটিং অ্যাপ মহাদেবের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গত বুধবার রণবীর কাপুরকে তলব করে ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)। এবার একই ঘটনায় তলব করা হলো শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ইডির নজরে আছেন আরও বেশ কয়েকজন তারকা।
আজ শুক্রবার রণবীর কাপুরের ইডির দপ্তরে হাজির হওয়ার কথা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কপিল শর্মা, হুমা কুরেশিকেও একই দিন হাজির হতে সমন পাঠিয়েছে ইডি।
ভারতের অন্য দুই গণমাধ্যম নিউজ ১৮ ও বলিউড হাঙ্গামা জানিয়েছে শ্রদ্ধা কাপুর ও হিনা খানের সমন পাওয়ার কথা।
জানা গেছে, মহাদেব অ্যাপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পর ব্যাপক তদন্ত শুরু করেছে ইডি। সেই তদন্তেই বেরিয়ে এসেছে অ্যাপটির সঙ্গে বলিউড তারকাদের সংশ্লিষ্টতার কথা।
অনেক দিন ধরেই ইডির নজরে মহাদেব গেমিং অ্যাপটি। মুম্বাই, কলকাতা ও ভূপালে একযোগে অভিযান চালিয়ে সংস্থাটির প্রায় ৪১৭ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গেছে, বেটিং অ্যাপটির নেপথ্যে আছেন সৌরভ চন্দ্রকর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গেমিং অ্যাপটির সঙ্গে তারকাদের সংশ্লিষ্টতার বিস্তারিত জানতে চায় ইডি। তিনি কীভাবে অ্যাপটির প্রচার করেছেন, এ জন্য কত অর্থ নিয়েছেন, সেই অর্থ কীভাবে গ্রহণ করেছেন—এসব নিয়ে ব্যাখ্যা চাওয়া হবে অভিনেতার কাছে।
কেবল রণবীর, কপিল বা শ্রদ্ধাই নন, ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ইডির নজরে আছেন অনিল কাপুর, টাইগার শ্রফ, সানি লিওনি, সোনাক্ষী সিনহাসহ মোট ১৭ জন তারকা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেট, ফুটবল, টেনিসসহ বিভিন্ন খেলা নিয়ে মহাদেব অ্যাপটিতে অবৈধ জুয়ার আসর বসত। এই অ্যাপের সঙ্গে জড়িত দুবাইভিত্তিক কয়েকজন ব্যবসায়ী। ভারতে খেলা নিয়ে বেটিং অবৈধ।