‘দৃশ্যম ৩’ কি আসছে, মোহনলাল বললেন...

‘দৃশ্যম টু’র দৃশ্যছবি : আইএমডিবি

গত এক দশকে দক্ষিণি থ্রিলার সিনেমার মধ্যে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি সম্ভবত সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। মালয়ালমে ‘দৃশ্যম’-এর দুই কিস্তি মুক্তির পর তা হিন্দিতেও রিমেক হয়েছে। বাংলাদেশেও এই ফ্র্যাঞ্চাইজির অনেক ভক্ত আছে। ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’-এর মুক্তির পর ভক্তদের অপেক্ষা তৃতীয় কিস্তির। সত্যিই কি ‘দৃশ্যম ৩’ আসছে? সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলেছেন ছবির প্রধান অভিনেতা মোহনলাল নিজে। খবর এনডিটিভির

সাক্ষাৎকারে মোহনলালকে ‘দৃশ্যম ৩’ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি জানিয়েছেন, ‘দৃশ্যম ২’ তৈরি করতে ঠিক কতটা সময় লেগেছিল। অভিনেতার কথায়, ‘“দৃশ্যম ২”-এর জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম। ছয় বছর পর যখন আমরা এটির পরিকল্পনা করি, তখন কোভিড। কিন্তু তা–ও ছবিটির জনপ্রিয়তা এতটুকু কমেনি। কিন্তু সেই কোভিডের মধ্যেও এটা ইন্ডাস্ট্রিতে এমনই ঝড় তৈরি করেছে, যা মালয়ালম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় পাওনা। সারা বিশ্বের মানুষ এই ছবি দেখেছেন।’

‘দৃশ্যম’–এর সাফল্য কীভাবে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের মানচিত্রে জায়গা করে দিয়েছিল, সেই প্রসঙ্গে মোহনলাল বলেন, ‘আমি গুজরাটে শুটিং করতে গিয়েছিলাম। এমনকি ফ্লাইটেও অনেক গুজরাটি বলছিল, “ওহ, মোহনলাল!” তাই মনে হয়, “দৃশ্যম ২” দেখার পর প্রচুর মানুষ মালয়ালম চলচ্চিত্র দেখতে শুরু করেছেন।’

এমন বিপুল সাফল্যের পর এখন একটাই প্রশ্ন, ‘দৃশ্যম ৩’ কি তৈরি হবে? এ বিষয়ে মোহনলাল জানিয়েছেন, তাঁরাও ‘দৃশ্যম ৩’ নিয়ে ভাবছেন। তাঁরা আশাবাদী যে মানুষের আবারও ভালো সাড়া পাওয়া যাবে। তবে সিনেমাটির শুটিং কবে শুরু হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দেননি তিনি।

আরও পড়ুন