কিয়ারা অভিনয়ে আসার আগে কী করতেন জানেন
২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তেলেগু অভিনেত্রী কিয়ারা আদভানির। এর পর থেকে বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে চলেছেন তিনি। ভারসাম্য বজায় রেখে চলেছেন তেলেগু সিনেমার পাশাপাশি মূলধারার হিন্দি সিনেমার। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর, রণবীর সিংদের মতো শীর্ষ অভিনেতাদের সঙ্গেও অভিনয় করতে চলেছেন।
কিয়ারা ভক্তদের উপহার দিয়েছেন ‘কবির সিং’, ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘সত্যপ্রেম কি কথা’সহ অনেক ব্যবসাসফল সিনেমা। ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমার জন্য পেয়েছেন ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অব বেস্ট অ্যাক্ট্রেস’ পুরস্কারও।
অভিষেকের পর বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের জায়গা পাকাপাকি করে নিতে সক্ষম হয়েছেন কিয়ারা। কিন্তু জানেন কি, অভিনেত্রী হওয়ার স্বপ্ন বাস্তবায়িত না হলে কিয়ারা একজন শিক্ষক হতেন?
সম্প্রতি রেডিও সিটিকে দেওয়া একটি সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, বড় পর্দায় অভিষেকের আগে তিনি একটি নার্সারি স্কুলের শিক্ষক ছিলেন। সেখানে তিনি বাচ্চাদের শুধু শেখানোর কাজই করেননি, সেই সঙ্গে তাদের ডায়াপারও বদলে দিতেন। তাদের যত্ন নিতেন। স্কুলটি চালাতেন কিয়ারার মা জেনেভিভ আদভানি।
মজার ব্যাপার হচ্ছে, নার্সারি স্কুলের শিক্ষকতা যে কিয়ারার অভিনয়ের ক্ষেত্রেও দারুণ উপকারে এসেছে, সেটাও জানিয়েছেন তিনি। কিয়ারা বলেছেন, ‘“গুড নিউজ” আর “কবির সিং” সিনেমায় একজন গর্ভবতীর চরিত্রে অভিনয় করতে আমার কোনো সমস্যাই হয়নি। কারণ, আমার মায়ের স্কুলের চাকরি আমাকে ভালো অভিজ্ঞতা দিয়েছে।’
কিয়ারাকে সামনে তেলেগু সিনেমা ‘গেম চেঞ্জার’-এ দেখা যাবে। রাজনৈতিক অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন এ শংকর এবং প্রধান চরিত্রে অভিনয় করছেন রামচরণ। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স ‘ওয়ার’-এর সিকুয়েল ‘ওয়ার টু’তে কিয়ারার অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। ‘ওয়ার টু’তে অভিনয় করছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর।
অন্যদিকে রণবীর সিংয়ের বিপরীতে ‘ডন থ্রি’ সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দিয়ে সেখানেও পাস মার্ক পেয়েছেন কিয়ারা আদভানি।
এ ছাড়া কিয়ারাকে চলচ্চিত্র প্রযোজক, লেখক ও পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, আগামী ঈদে এ আর মুরুগদাস পরিচালিত ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করতে চলেছেন কিয়ারা। শুধু তা-ই নয়, ‘সিকান্দার’-এ নাকি সুপারস্টার সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া