বিজয় নয়, তামান্নার সঙ্গী এই খলনায়ক

জন আব্রাহাম ও পরিচালক নিখিল আদবানির সঙ্গে তামান্না ভাটিয়াছবি: ইনস্টাগ্রাম

নানাভাবে চর্চায় উঠে আসছেন প্যান ইন্ডিয়া নায়িকা তামান্না ভাটিয়া। কখনো ‘কাভালা’ গানের সঙ্গে নাচ করে, কখনো ‘জি করদা’-তে তুখোড় অভিনয়ের কারণে, আবার কখনো বিজয় ভার্মার সঙ্গে রোমান্সের কারণে আলোচনায় তিনি। তবে আজ তামান্না নেট দুনিয়ায় আলোচনায় আছেন তাঁর আগামী প্রকল্পের কারণে। ‘পাঠান’ ছবির খলনায়কের সঙ্গে এবার রোমান্সে মাতবেন তিনি।

বেশ কিছু দিন ধরে নিখিল আদবানির ‘বেধা’ ছবিটি নানাভাবে চর্চায় উঠে আসছে। এই ছবিতে জন আব্রাহাম আর শর্বরী বাগের কথা আগেই শোনা গিয়েছিল। সম্প্রতি এই ছবির তারকারা রাজস্থানে শুটিং শুরু করেছেন। এবার ‘বেধা’র সঙ্গে যুক্ত হলেন তামান্না। উচ্চ অ্যাকশনধর্মী এই ছবিতে তামান্নাকে মূল চরিত্রে দেখা যাবে। জানা গেছে, ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিচালক নিখিল আদবানির সঙ্গে তামান্না ভাটিয়া
ছবি: ইনস্টাগ্রাম

‘বেধা’র মতো প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে দারুণ খুশি এই প্যান ইন্ডিয়া নায়িকা। এক বিবৃতির মাধ্যমে আনন্দ প্রকাশ করে তিনি বলেছেন, ‘নিখিল যেভাবে কাহিনি বলেন, আমাকে সব সময় তা মুগ্ধ করে। তাঁর মধ্যে এক অসাধারণ দক্ষতা আছে। আর এটাই তাঁকে সবার থেকে আলাদা করে তুলেছে। জন আর আমি প্রথমবার একসঙ্গে কাজ করার সুযোগ পেলাম। আমার চরিত্রটা কতটা জমজমাট, তা আপনারা দেখতে পাবেন।’
‘বেধা’ ছবিতে তামান্নার চরিত্রের ব্যাপারে খোলাসা না করে নিখিল বলেন, ‘তামান্না সব সময় দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেন। আমি যখন বিশেষ এই ভূমিকায় অভিনয় করার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করি, আমি খুশি যে আমার দৃষ্টিকোণের ওপর ভরসা রেখে সঙ্গে সঙ্গে তিনি হ্যাঁ বলেছিলেন। আমি আর আমার দল তামান্নাকে পেয়ে দারুণ রোমাঞ্চিত।’

‘বেধা’ ছবিটি পরিচালনা করছেন নিখিল আদবানি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন অসীম অরোরা। তামান্নাকে আগামী দিনে ‘জেলার’, ‘ভোলা শংকর’, ‘বান্দ্রা’, ‘আরনামানাই ফোর’-এ দেখা যাবে। তবে এখন সিনেমাপ্রেমীরা অপেক্ষায় আছেন ‘বেধা’ ছবিতে তামান্না আর জনের এই তাজা জুটিকে দেখার জন্য। জনকে শেষ পর্দায় দেখা গেছে ‘পাঠান’ ছবিতে। শাহরুখ খান অভিনীত এই ছবিতে তাঁকে খলনায়কের ভূমিকায় দেখা গেছে। সদ্য ‘লাস্ট স্টোরিস টু’ অ্যান্থলজিতে তামান্না আর বিজয় ভার্মার অন্তরঙ্গ দৃশ্য বিনোদন পাড়ায় ঝড় তুলেছে। পর্দার বাইরে বিজয়-তামান্নার প্রেমের খবরে মুখর বলিপাড়া।

আরও পড়ুন