জাতীয় ক্র্যাশ তকমা, রাশমিকা বললেন...
দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার নামের সঙ্গে চলে আসে তাঁর ‘জাতীয় ক্র্যাশ’ তকমাও। ‘পুষ্পা’ সিনেমার দুই কিস্তি আর ‘অ্যানিমেল’ সিনেমার ব্যাপক ব্যবসায়িক সাফল্য ঘিরে আবার চর্চায় অভিনেত্রী। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত নতুন সিনেমা ‘ছাবা’। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ‘জাতীয় ক্র্যাশ’ তকমা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
‘আমি মনে করি না, এই ধরনের তকমা ক্যারিয়ারে কোনো কাজে আসে। ভক্তরা ভালোবেসে আমাকে এই তকমা দিয়েছে, তারা পছন্দ করে বলেই এই তকমা দিয়েছে।
তবে আবারও বলি, এটা স্রেফ একটা তকমা ছাড়া আর কিছুই না। গুরুত্বপূর্ণ হলো আপনার কাজ। আমি যে সিনেমা করছি, সেটা যদি দর্শকের ভালোবাসা পায়, সেটাই গুরুত্বপূর্ণ।’ বলেন রাশমিকা।
২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় রাশমিকার। এরপর দক্ষিণের সঙ্গে বলিউডেও একের পর এক হিট দিয়েছেন অভিনেত্রী।
নিজের এই সাফল্যে গর্বিত রাশমিকা বলেন, ‘আমি ২৪টি সিনেমা করে ফেলেছি, খুবই গর্ব অনুভাব করি। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অসাধারণ প্রতিভাবান অভিনেত্রী আছেন; তাঁদের মধ্যে থেকে আমি নিজের জায়গাটা করে নিয়েছি।’
লক্ষ্মণ উতেকরের ‘ছাবা’ সিনেমায় ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা। এই প্রথম ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় দেখা গেল তাঁকে। অভিনেত্রী জানান, এ ধরনের সিনেমা দর্শকেরা তাঁকে কীভাবে নেন, সেটা দেখতে মুখিয়ে আছেন তিনি।