এক সিনেমায় ২০০ কোটি! ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া পরিচালক কে

ভারতে বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে রাজত্ব করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতারা। এমনকি হিন্দি সিনেমার প্রযোজকেরাও তাঁদের সিনেমা নির্মাণের দায়িত্ব তুলে দিচ্ছেন দক্ষিণি নির্মাতাদের কাঁধে। কিন্তু নির্মাতারা সিনেমা পরিচালনার জন্য কত পারিশ্রমিক পান? আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেজ) অবলম্বনে জেনে নেওয়া যাক সাতজন সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় পরিচালকের কথা—

১ / ৭
সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় সিনেমার পরিচালক হলেন এস এস রাজামৌলি। তিনিই অস্কারজয়ী ‘আরআরআর’ ও ‘বাহুবলী’ সিনেমার তৈরির মূল নায়ক। আইএমডিবির তথ্য অনুসারে, তিনি প্রতি ছবি বানাতে ২০০ কোটি রুপি নিয়ে থাকেন। ফেসবুক থেকে। ইনস্টাগ্রাম থেকে
২ / ৭
ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও সম্পাদক সন্দীপ রেড্ডি ভাঙ্গা আলোড়ন ফেলে দিয়েছিলেন ‘অর্জুন রেড্ডি’, ‘কবির সিং’ ও ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে। প্রতিবেদন অনুসারে, তিনি প্রতি সিনেমার জন্য ১০০ থেকে ১৫০ কোটি রুপি নেন। ফেসবুক থেকে
৩ / ৭
শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বিশাল সাফল্য এনে দেওয়া অ্যাটলি এখন সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র পরিচালকদের একজন। ‘জওয়ান’ ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল, বিশ্বব্যাপী ১ হাজার ১০০ কোটি রুপির বেশি আয় করে ছবিটি। তাঁর পারিশ্রমিকও ৩০ কোটি থেকে বেড়ে ১০০ কোটি রুপি হয়েছে। ফেসবুক থেকে
৪ / ৭
‘কেজিএফ’ ও ‘সালার’-এর পেছনের মানুষ হলেন প্রশান্ত নীল। জানা গেছে, তিনি প্রতি ছবি থেকে ১০০ কোটি রুপি আয় করেন। ফেসবুক থেকে
৫ / ৭
২০০৩ সালে সঞ্জয় দত্তের ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমার মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয় রাজকুমার হিরানির। পরবর্তী সময় তিনি ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ ও ‘সঞ্জু’ সিনেমা পরিচালনা করেন। তিনি প্রতি ছবি থেকে প্রায় ৮০ কোটি রুপি পারিশ্রমিক নেন। ফেসবুক থেকে
৬ / ৭
সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি ‘পুষ্পা ১’ ও ‘পুষ্পা ২’-এর বিশাল সাফল্যের পেছনে ছিলেন সুকুমার। তিনি প্রতি ছবি থেকে ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন বলেই জানানো হয়েছে আইএমডিবির প্রতিবেদনে। ফেসবুক থেকে
আরও পড়ুন
৭ / ৭
পিরিয়ড ড্রামাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন সঞ্জয় লীলা বানসালি। ‘গুজারিশ’, ‘সাওয়ারিয়া’, ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘হীরামান্ডি’র মতো সিনেমা–সিরিজ বানিয়েছেন। সঞ্জয় প্রতি সিনেমা থেকে ৫৫ থেকে ৬৫ কোটি রুপি আয় করেন। ফেসবুক থেকে