যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার হওয়া মালয়ালম অভিনেতা জামিন পেলেন
কয়েক মাস ধরে রীতিমতো টালমাটাল অবস্থা মালয়ালম চলচ্চিত্র জগতের। একাধিক মালয়ালম অভিনেত্রী এই ছায়াছবির দুনিয়ার বড় বড় চলচ্চিত্র ব্যক্তিত্বদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। বিচারপতি হেমা কমিটির প্রতিবেদনের পর আরও অশান্ত হয়ে উঠেছে মালয়ালম চলচ্চিত্র জগৎ। মালয়ালম অভিনেতা এবং মালয়ালম চলচ্চিত্র শিল্পী সংঘের সাবেক মুখ্য সচিব এডাবেলা বাবুর নামেও যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন এক অভিনেত্রী। তবে দক্ষিণের এই জনপ্রিয় তারকাকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে জামিন দেওয়া হয়েছে।
এক মালয়ালম অভিনেত্রী এডাবেলা বাবুর বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গত বুধবার ভারতের পুলিশের স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (এসআইটি) গ্রেপ্তার করেছিল এডাবেলা বাবুকে। এরপর সব ধরনের আইনি প্রক্রিয়ার পর তাঁকে জামিনে মুক্ত করা হয়েছে। পুলিশের বক্তব্য যে এই মালয়ালম অভিনেতা আদালতের কাছে অগ্রিম জামিনের আবেদন করে রেখেছিলেন। অগ্রিম জামিনের আবেদনের কারণে সব ধরনের শারীরিক পরীক্ষা–নিরীক্ষার পর এডাবেলা বাবুকে জামিন দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মালয়ালম অভিনেত্রী অভিযোগ করেছিলেন যে অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টের সদস্যপদের প্রক্রিয়ার সময়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন এডাবেলা বাবু। এই মালোলম অভিনেতা কাগজপত্র সইসাবুদের অছিলায় অভিনেত্রীকে খালি ফ্ল্যাটে ডেকে পাঠিয়েছিলেন, আর তখন তাঁর যৌন হয়রানি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
এডাবেলা বাবু মালয়ালম ছায়াছবির জগতের এক বড়সড় নাম। ১৯৮৩ সালে ইদাবেলা ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এরপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত এই তারকা দুই শর বেশি ছবিতে কাজ করেছেন।