ভারতে মুক্তি পেতে পারে পাকিস্তানি এই সিনেমা

‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এ ফাওয়াদ

পাকিস্তানি নায়ক ফাওয়াদ খানের জনপ্রিয়তা ভারতে তুঙ্গে। হাতে গোনা মাত্র কয়েকটা বলিউড ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু তাতেই বলিউড নায়কদের জোর টক্কর দিচ্ছেন এই পাকিস্তানি নায়ক। এবার নাকি বলিউড তারকা রণবীর সিংকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন ফাওয়াদ।

ফাওয়াদ খান অভিনীত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ছবিটি সারা দুনিয়াজুড়ে দাপিয়ে বেড়িয়েছে। পাকিস্তানি এ ছবি গত ১৩ অক্টোবর মুক্তি পেয়েছিল। পাকিস্তানের পাশাপাশি সারা দুনিয়াজুড়ে ছবিটি দারুণ ব্যবসা করেছে। ফাওয়াদের এই ছবি শুধু বক্স অফিসে দাপট দেখায়নি, চিত্রসমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। বিদেশের মাটিতে ছবিটি ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এই দৌড়ে তারা ‘আরআরআর’, ‘কেজিএফ’টুর মতো ছবিগুলোকে পেছনে ফেলে দিয়েছে। ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ প্রথম পাকিস্তানি ছবি, যা এত ভালো ব্যবসা করেছে।

ফাওয়াদ খান
ইনস্টাগ্রাম

ভারতীয় সিনেমাপ্রেমীরাও ছবিটিকে দেখার অপেক্ষায় আছেন। শোনা যাচ্ছে, এবার তাঁদের এই অপেক্ষার অবসান হতে চলেছে। এক জনপ্রিয় পোর্টালের খবর অনুযায়ী, ফাওয়াদের ছবিটি ২৩ ডিসেম্বর ভারতে মুক্তি পেতে পারে। জি স্টুডিও ছবিটির সঙ্গে যুক্ত হয়েছে। তাই এই পাকিস্তানি ছবি ভারতে খুব শিগগির মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কি না, পেলে ২৩ ডিসেম্বর না অন্য কোন দিন ছবিটি মুক্তি পাবে তা-ও চূড়ান্ত হয়ে যাবে।

‘সার্কাস’ পিরিয়ড কমেডি ড্রামা ঘরানার ছবি। সিনেমাটিতে আছেন রোহিত শেঠির প্রিয় পাত্র রণবীর সিং। এ ছাড়া দেখা যাবে পূজা হেগড়ে ও জ্যাকুলিন ফার্নান্দেজকে
এএফপি

‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ছবিটি ২৩ ডিসেম্বর ভারতে মুক্তি পেলে ‘সার্কাস’ ছবির বিপদ বাড়তে পারে বলে অনেকের আশঙ্কা। ফাওয়াদের ভক্তদের কাছে রণবীর কতটা টিকতে পারবেন, তা নিয়ে অনেকের মনে সংশয় আছে।

তবে ‘সার্কাস’ ছবিটি পরিচালনা করেছেন বলিউডের খ্যাতনামা চিত্রনির্মাতা রোহিত শেঠি। তাঁর গায়ে এখন ‘হিট মেশিনের’ তকমা। রোহিতের ছবি মানেই বক্স অফিসে টাকার ফোয়ারা। তাই ‘সার্কাস’ এবারের শীতের ঠান্ডা বক্স অফিসের উত্তাপ বাড়াবে, তা অনেকেই ধরে নিয়েছেন। এদিকে হলিউড ছবি ‘অ্যাভাটার টু’ ইতিমধ্যে ‘সার্কাস’-এর ঘাড়ে নিশ্বাস ফেলছে। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ১৬ ডিসেম্বর মুক্তি পাবে। এই দুই ছবির মধ্যে হল পাওয়া নিয়ে টক্কর শুরু হয়ে গেছে। ফাওয়াদের ছবিটি মুক্তি পেলে এই টক্কর আরও জোরদার হবে।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’–এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ছবিটি ১৯৭৯ সালের পাকিস্তানি ক্ল্যাসিক্যাল ছবি ‘মওলা জাট’-এর রিমেক। ছবিটি স্থানীয় নায়ক মওলা জাটের জীবনের আধারে নির্মিত। রিমেক ছবিতে ফাওয়াদ ছাড়া হামজা আলী আব্বাসী, হুমাইমা মালিক, মাহিরা খান মূল চরিত্রে আছেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন