এসিপি প্রদ্যুম্নকে নিয়ে এই তথ্যগুলো জানেন

‘সিআইডি’ ধারাবাহিকে এসিপি প্রদ্যুম্ন চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শকমহলে ‘এসিপি প্রদ্যুম্ন’ নামেই পরিচিতি পেয়েছেন ভারতীয় অভিনেতা শিবাজী সত্যম।

১ / ৬
ছয় বছর পর আবারও ‘সিআইডি’ ধারাবাহিকে পুরোনো চরিত্রে ফিরছেন এই অভিনেতা। নতুন মৌসুমের প্রোমো প্রচারের পর থেকে তাঁকে নিয়ে বিস্তর চর্চা চলছে। দর্শকেরা বলছেন, তিনি এখনো ফুরিয়ে যাননি
ইনস্টাগ্রাম থেকে
২ / ৬
নব্বইয়ের দশকে জন্ম নেওয়া দর্শকের কাছে এসিপি প্রদ্যুম্ন তুমুল জনপ্রিয়। এই চরিত্রে প্রাণ দিয়ে শিবাজী সত্যমের নাম ছড়িয়েছে দর্শকের মুখে মুখে। টানা দুই দশক প্রচারিত হয়েছে ধারাবাহিকটি
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৬
এবিপি আনন্দ লিখেছে, মহারাষ্ট্রের দেবগড়ে জন্ম নেওয়া শিবাজী কখনো ভাবেনইনি অভিনয় তাঁর ক্যারিয়ার হয়ে উঠবে। একসময় ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করতেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
১৯৮০ সালে ‘রিস্তে-নাতে’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় পা রাখেন শিবাজী। বেশ কয়েকটি হিন্দি ও মারাঠি সিনেমা ও ধারাবাহিকে কাজ করেছেন
ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
১৯৯৮ সালের ২১ জানুয়ারি ‘সিআইডি’ সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়। ২০১৮ সালের ২৭ অক্টোবর শেষবারের মতো সিরিয়ালটি প্রচার হয়েছিল
ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
‘সিআইডি’ ছাড়াও ‘আদালত’ বা ‘তারাক মেহতা কা উল্টা চশমা’র মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন শিবাজী সত্যম
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন