৫০তম জন্মদিনে জানা–অজানা কারিশমার

আজ বলিউড তারকা কারিশমা কাপুরের জন্মদিন। ৫০–এ পা দিয়েছেন তিনি। এই বিশেষ দিনে কারিশমার উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন ছোট বোন কারিনা কাপুর খান। ‘সূর্যের আলো থাক বা না থাক, তুমি আর আমি একসঙ্গে থাকব...’ গানের কয়েকটি কলিতেই নিজের ভালোবাসা তুলে ধরেছেন কারিনা। আজ কারিশমার জন্মদিনে রইল তাঁকে নিয়ে জানা–অজানা কিছু গল্প।

১ / ১০
১৯৭৪ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন কারিশমা। কারিনা তাঁর চেয়ে ছয় বছরের ছোট
ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
কারিশমা কাপুর তাঁর সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন
ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
কারিশমা কাপুর ১৯৯১ সালে ‘প্রেম কয়েদি’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ‘জিগার’ (১৯৯২), ‘আনাড়ি’ (১৯৯৩), ‘আনদাজ আপনা আপনা’ (১৯৯৪), ‘রাজা বাবু’ (১৯৯৪), ‘কুলি নং ১’সহ বক্স অফিস হিট ছবিতে নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন
ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
‘জুড়ুয়া’ (১৯৯৭), ‘হিরো নং ১’ (১৯৯৭), ‘বিবি নং ১’ (১৯৯৯), ‘হাসিনা মান জায়েগি’ (১৯৯৯) ও ‘দুলহান হাম লে জায়েঙ্গে’ (২০০০) এবং পারিবারিক নাটক ‘হাম সাথ-সাথ হ্যায়’ (১৯৯৯)–এ অভিনয় করে নিজের অবস্থান মজবুত করেন। পাঁচটি ডেভিড ধাওয়ান কমেডি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী
ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
২০০০-এর দশকের শুরুর দিকে ‘কাপুর ফিজা’ (২০০০) ও ‘জুবেইদা’ (২০০১) নাটকে তাঁর প্রধান ভূমিকার জন্য যথাক্রমে ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী ও সেরা অভিনেত্রী (সমালোচক) পুরস্কার জিতেছিলেন
ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত অজয় দেবগনের সঙ্গে সম্পর্কে ছিলেন কারিশমা
ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
২০০২ সালে অভিষেক বচ্চনের সঙ্গে কারিশমার বাগ্‌দান হয়েছিল, কিন্তু কয়েক মাস পর সেই বাগ্‌দান ভেঙে যায়। এটি তাঁদের কয়েক বছরের সম্পর্কের অবসান ঘটায়; তবে বিচ্ছেদের কোনো কারণ দেওয়া হয়নি
ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
২৯ সেপ্টেম্বর ২০০৩ সালে এই অভিনেত্রী ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন। এই দম্পতির একটি কন্যা রয়েছে, যাঁর জন্ম ২০০৫ সালে
ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
আরেকটি পুত্র ২০১০ সালে জন্মগ্রহণ করে। ২০১৬ সালে পারস্পরিক সম্মতিতে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়
ইনস্টাগ্রাম থেকে