তাহলে কঙ্গনা প্রশংসাও করতে পারেন?

কঙ্গনা রনৌত
ইনস্টাগ্রাম

কঙ্গনা রনৌত বরাবরই ঠোঁটকাটা। যেকোনো বিষয়ে তির্যক মন্তব্য করতে তাঁর জুড়ি নেই। বলিউড তারকা, প্রযোজক, পরিচালক কেউ-ই তাঁর বাক্যবাণ থেকে রেহাই পান না। কঙ্গনা নিয়মিত সিনেমা থেকে নিজের ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান। বেশির ভাগ সময়ই সিনেমার কট্টর সমালোচনা করেন। তাঁর প্রশংসা জোটে কম অভিনয়শিল্পীর ভাগ্যে। এবার এমনই এক বিরল ঘটনা ঘটল। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটি সিনেমার ভূয়সী প্রশংসা করলেন কঙ্গনা। অভিনয়শিল্পীদেরও তারিফ করলেন, যা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, কঙ্গনা তাহলে প্রশংসাও করতে পারেন?

‘কলা’র একটি দৃশ্যে দিমরি ও বাবিলকে নাচতে দেখা যায়
ছবি: সংগৃহীত

১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অনভিতা দত্ত পরিচালিত ‘কলা’। মুক্তির পর থেকেই সিনেমায় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। আনুশকা শর্মা, অনুরাগ কাশ্যপ থেকে অনেকেই সিনেমাটির প্রশংসা করেছেন। এবার সেই দলে নাম লেখালেন কঙ্গনা।
সিনেমাটি ও এর পাত্রপাত্রীদের তারিফ করে কঙ্গনা লিখেছেন, ‘সব বিভাগেই দুর্দান্ত। বিশেষভাবে উল্লেখ করা যায় কয়েকজনের পারফরম্যান্সের কথা—বাবিল কে খান অভিষেকেই দুর্দান্ত, তৃপ্তি দিমরি আমার হিমাচলে পাহাড়ি কন্যা যে আমাকে গর্বিত করেছে। আমি তো তাঁর থেকে চোখ সরাতেই পারছিলাম না।’

কঙ্গনা রনৌত
ছবি : সংগৃহীত

কঙ্গনা বরাবরই তারকা পুত্র-কন্যাদের ধুয়ে দেন। তবে প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের প্রশংসা করেছেন তিনি।
কঙ্গনা এখন ব্যস্ত ‘চন্দ্রমুখী টু’ সিনেমার কাজে।

আরও পড়ুন

১৯৪০-এর দশকে কলকাতার এক তরুণী গায়িকাকে নিয়ে ‘কলা’ ছবির কাহিনি। তৃপ্তি দিমরির মায়ের চরিত্রে আছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রহস্য-রোমাঞ্চে ভরপুর এ ছবির কাহিনি। এর পাশাপাশি মা-মেয়ের সম্পর্কের কথা ‘কলা’ ছবিতে তুলে ধরা হয়েছে। এই ছবির অন্যতম আকর্ষণ সংগীত। ছবিতে চল্লিশের দশকের সংগীতের ধারা শোনা গেছে।

আরও পড়ুন
আরও পড়ুন