আনন্দে আত্মহারা, আবার নার্ভাসও

‘জগিরা সারা রা রা’র ট্রেলার মুক্তির অনুষ্ঠানে নেহা
ইনস্টাগ্রাম

তামিল, তেলেগু, মালয়ালম ও পাঞ্জাবি সিনেমায় কাজ করলেও হিন্দি ছবিতে নেহা শর্মাকে বেশি দেখা যায়। এবার আসছে তাঁর নতুন হিন্দি ছবি ‘জগিরা সারা রা রা’। রোমান্টিক কমেডি ছবিটিতে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো তারকার সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। খ্যাতনামা লেখক গালিব আসাদ ভোপালির লেখা থেকে ছবিটি তৈরি করেছেন কুশান নন্দী। গত সোমবার হাসির এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এ উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহা আর নওয়াজুদ্দিন।

অনুষ্ঠানে ‘জগিরা সারা রা রা’ প্রসঙ্গে নেহা বলেন, ‘এই ছবিতে সুযোগ পেয়ে আমি অত্যন্ত উত্তেজিত।

নেহা শর্মা
ফেসবুক

আমার মনে হয়, অনেকে ভাববেন যে এটা ক্লিশে উত্তর, কিন্তু আদতে তা নয়। আমি এক নিশ্বাসে এই ছবির চিত্রনাট্য পড়ে ফেলেছিলাম। আসলে, এর চিত্রনাট্য এতটাই টান টান ছিল যে আমাকে বেঁধে রেখেছিল। আর তাই মাঝে কোনো বিরতি নেওয়ার অবকাশ হয়নি। আমি লেখককে অনেকটাই কৃতিত্ব দিতে চাই। তিনি এত সুন্দরভাবে লিখেছেন।’

নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে কাজ করার প্রসঙ্গে নেহা বলেন, ‘কুশানের মুখে এই ছবির কাস্টিং শুনে আনন্দে নেচে উঠেছিলাম। অবশেষে এমন এক অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যিনি দিকপাল। তবে নিশ্চয় নার্ভাস ছিলাম। তাঁর মতো অভিনেতার পাশে দাঁড়িয়ে আধা অভিনয় করাই আমার জন্য যথেষ্ট ছিল। আর তাই বুঝেই গিয়েছিলাম যে এর জন্য আমাকে প্রচুর ঘষামাজা আর পরিশ্রম করতে হবে।’

নেহা শর্মা
ফেসবুক

নেহার জবাবে নওয়াজ হেসে বলেন, ‘ছবিতে তার (নেহা) “ফাঁড়ু” বলে একটি ট্যাগলাইন আছে। আর সত্যি সত্যি সে ফাটাফাটি কাজ করেছে। ছবিটা দেখলে বুঝবেন। কিছু পড়ুয়া থাকে, যারা পরীক্ষার আগে বলে কিছুই পড়া হয়নি, সে (নেহা) এ রকমই একজন।’

আরও পড়ুন

নওয়াজের মুখে নিজের প্রশংসা শুনে নেহা বলেন, ‘এত ভালো কমপ্লিমেন্ট আগে কখনো শুনিনি। তাই একটু শুনতে দিন। তিনি (নওয়াজ) ছবি দেখার পর আমাকে ফোন করে আমার অভিনয়ের প্রশংসা করেছিলেন। আমি তখন আনন্দে যেন উড়ছিলাম। মনে হচ্ছিল, আমি তাঁর থেকে স্বর্ণপদক পেয়ে গেছি। ছবির ট্রেলার দেখে খুব হেসেছি। মনে হয়, দর্শকদের মুখে আমরা হাসি ফোটাতে পারব। আর দর্শকেরা ছবিটা উপভোগ করবেন।’

জীবনে ‘জগিরা সারা রা রা’; অর্থাৎ খুশির মুহূর্তের প্রসঙ্গে নেহা বলেন, ‘জীবনে সব সময় এ রকম বোধ করি। এই ছবির প্রথম চিত্রনাট্য শোনার পর মনে হয়েছিল, জগিরা সারা রা রা। প্রথম দিন শুটিংয়ের পরও এ রকম অনুভূতি হয়েছিল। আর ছবির শুটিং সম্পন্ন হওয়ার পর দারুণ মজা পেয়েছিলাম। তাই এই ছবির পুরো ভ্রমণই আমার কাছে জগিরা সারা রা রা।’

নেহা শর্মা
ফেসবুক

‘জগিরা সারা রা রা’ মুক্তি পাবে ১২ মে। এই ছবিতে নওয়াজ-নেহা ছাড়া আছেন সঞ্জয় মিশ্রা, মহাক্ষয় চক্রবর্তী।