অভিনেতা ঋতুরাজ মারা গেছেন

ঋতুরাজ সিংছবি: ইনস্টাগ্রাম

ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয়েছে এই টিভি তারকার। ঋতুরাজের বয়স হয়েছিল ৫৯ বছর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

দুই সপ্তাহ আগে অগ্ন্যাশয়ের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ। হাসপাতাল থেকে ফেরার পর হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি; হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন তিনি।

ঋতুরাজ সিং
ছবি: ইনস্টাগ্রাম

এই সময়ে ভারতের জনপ্রিয় টিভি অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয় ঋতুরাজকে। স্টার প্লাসের ‘অনুপমা’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতির তুঙ্গে ছিলেন তিনি।
একসময় মঞ্চে কাজ করেছেন ঋতুরাজ। পরে নাম লেখান টিভি ধারাবাহিকে; ‘বানেগি আপনি বাত’, ‘শপথ; ‘আহাত’, ‘লাডু’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে পাওয়া গেছে তাঁকে।

ধারাবাহিকের পাশাপাশি কয়েকটি বলিউডের সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা গেছে তাঁকে।
১৯৬৪ সালের ২৩ মে রাজস্থানের কোটায় সিসোদিয়া রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন ঋতুরাজ সিং। ছোটবেলা থেকেই তাঁর জন্মের ভিটা রাজস্থানের কোটায় বিশেষ একটা থাকা হয়ে ওঠেনি। ছোটবেলাতেই তিনি দিল্লিতে চলে আসেন পড়াশোনার জন্য। তারপর সেখান থেকে আমেরিকায় চলে যান খুব কম বয়সে। তারপর আবার ১২ বছর বয়সে তিনি ফিরে আসেন ভারতে।

আরও পড়ুন

দিল্লিতে ১৯৭৩ সালে ইংল্যান্ড থেকে ভারতে আসা বিশিষ্ট নাট্যকার ব্যারি জনের নাট্য শিক্ষার সংস্থা থিয়েটার অ্যাকশন গ্রুপ বা ‘ট্যাগ’-এ অভিনয় শিক্ষা শুরু করেছিলেন ঋতুরাজ। সেই সময় ওই সংস্থায় তাঁর সহপাঠীদের মধ্যে ছিলেন মনোজ বাজপেয়ী, দিব্যা শেঠ, রঘুবীর যাদব, মীরা নায়ার, কুইজ মাস্টার সিদ্ধার্থ বসু, লিলেট দুবে ও শাহরুখ খান। মনোজ বাজপেয়ী ও ঋতুরাজ সিংয়ের কয়েক বছর পরেই ব্যারি জনের ওই নাট্য শিক্ষা সংস্থায় যোগ দেন শাহরুখ খান। সেটা ১৯৮৫ সাল। ব্যারি জনের থিয়েটার অ্যাকশন গ্রুপে বেশ কয়েকটি মিউজিক্যাল ড্রামা এবং কয়েকটি নাটকের অভিনয় করার পর ‘হুজ লাইফ ইজ ইট এনিওয়ে?’ নাটকে মুখ্য চরিত্রের অভিনেতা হওয়ার স্বপ্ন দেখলেও শাহরুখের কাছ থেকে সে চরিত্রটি চলে যায় ঋতুরাজ সিংয়ের কাছে। তার জন্য সেদিনের নবীন নাটক অভিনেতা শাহরুখের আফসোস হয়েছিল খুব। যদিও ব্যারি জনের অ্যাকটিং শিক্ষার ক্লাসের সেই আফসোস পরে দূর হয়ে যায় শাহরুখ খানের।