২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘আম্রপালি’ হয়ে দর্শককে চমক দিতে চান অঙ্কিতা

অঙ্কিতা লোখান্ডেইনস্টাগ্রাম

‘স্বতন্ত্র বীর সাভারকার’ ছবিতে অভিনয় করে আলোচনায় অঙ্কিতা লোখান্ডে। এবার ‘আম্রপালি’ হয়ে সবাইকে মুগ্ধ করতে আসছেন এই বলিউড অভিনেত্রী। ‘আম্রপালি’ সিরিজে ‘আম্রপালি’র মতো শক্তিশালী চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আরও পড়ুন

এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত অঙ্কিতা। এ জন্য নিজেকে ভাগ্যবতী মনে করেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী প্রথম আলোকে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘এ রকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, মাঝেমধ্যে আমার বিশ্বাস হচ্ছে না। “পবিত্র রিস্তা” দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলাম। ধীরে ধীরে “আম্রপালি”র মতো চরিত্র পেয়েছি।

অঙ্কিতা লোখান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আমাকে যখন এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি দ্বিধায় ছিলাম। মনে হচ্ছিল, চরিত্রটির প্রতি সুবিচার করতে পারব কি না। শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি নিয়েছি।’

অঙ্কিতা জানিয়েছেন যে পর্দায় ‘আম্রপালি’ হয়ে উঠতে তাঁকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘“আম্রপালি” নর্তকী হিসেবে দুর্দান্ত। সাভারকার ছবিতে মেকআপ ছাড়াই কাজ করেছি। ছবিটিতে বয়োজ্যেষ্ঠ এক নারীর চরিত্রে আমাকে দেখেছেন দর্শকেরা। অন্যদিকে “আম্রপালি”তে আমি সুন্দরী এক নারীর ভূমিকায়, যার প্রেমে অনেক পুরুষ পাগল। চরিত্রটির জন্য আমি নিজেকে সম্পূর্ণ নিংড়ে দেব।’

স্বতন্ত্র বীর সাভারকার ছবির সাফল্যের কথা টেনে এনে অঙ্কিতা আরও বলেন, ‘ছবিটিতে “যমুনা বাই”য়ের চরিত্রে অভিনয় আমার সামনে অনেক দরজা খুলে দিয়েছে। আমি এখন অন্য ধারার চরিত্রের জন্য প্রস্তাব পাচ্ছি। এ ছবির পরই আমি “আম্রপালি”তে সুযোগ পেয়েছি। শিগগিরই আমার ঝুলিতে আরও নতুন কিছু আসতে চলেছে। তবে এখন আমাকে চরিত্র নির্বাচনে আরও সতর্ক হতে হবে। দর্শকদের আস্থার প্রতিদান দিতে হবে।’

অঙ্কিতা লোখান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘আম্রপালি’ নির্মাণ করছেন সন্দীপ সিং। প্রাচীন ভারতের ইতিহাসের পাতা থেকে বৈশালী প্রজাতন্ত্রের নর্তকী আম্রপালিকে পর্দায় জীবন্ত করবেন তিনি।