ধর্মীয় অনুভূতিতে আঘাত: ক্ষমা চাইলেন র্যাপার বাদশা
সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছিল র্যাপার বাদশার গান ‘সানাক’। মুক্তির পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে এই গান। ইতিমধ্যে ইউটিউবে গানটির ভিউর সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ৩০ লাখ। কিন্তু এত দিন পর এই গানের বিরুদ্ধে আনা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। এই অভিযোগে মামলাও করা হয়। বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও এবার ক্ষমা চাইলেন বাদশা। খবর টাইমস অব ইন্ডিয়া। রসামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল সোমবার ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়েছেন বাদশা।
সেখানে তিনি লিখেছেন, ‘আমি শ্রোতাদের জন্য গান গাই। আমার নজরে এসেছে যে “সানাক” গানের একটি লাইনের জন্য বেশ কিছু শ্রোতার অনুভূতিতে আঘাত লেগেছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেও আমি কাউকে আঘাত করতে চাই না। এ জন্য গানের যে অংশের জন্য এই সমস্যার সৃষ্টি, ওই অংশ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। খুব দ্রুতই পরিবর্তিত অংশ প্রতিস্থাপন করা হবে। এতে কিছুদিন সময় লাগবে। আপনারা একটু ধৈর্য ধরবেন।’
ক্ষমা চেয়ে বাদশা আরও লেখেন, ‘অজান্তে শ্রোতাদের একাংশের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য দুঃখিত। এ জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমার অনুরাগীরা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই, তাদের মতামতও আমার কাছে গুরুত্বপূর্ণ।’
কয়েক দিন আগে মধ্যপ্রদেশের এক পুরোহিত অভিযোগ তোলেন যে বাদশার ‘সানাক’ গানের একটি লাইনে এক দেবতার বিষয়ে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে। এরপরই বাদশার গান থেকে সেই দেবতার নাম মুছে ফেলার দাবি জানায় আরও কয়েকটি সংগঠন। এ নিয়ে থানায় মামলাও হয়। এত দিন কিছু না বললেও শ্রোতাদের মতাদর্শকে সম্মান জানিয়ে গানের আপত্তিকর অংশগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং শ্রোতাদের কাছে ক্ষমা চান এই র্যাপার।