ক্যারিয়ারে সংগ্রামের সময় বাংলাদেশে ‘আশ্রয়’ পেয়েছিলেন চাঙ্কি পান্ডে

চাঙ্কি পান্ডেশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় অভিনেতা চাঙ্কি পান্ডে। আশির দশক থেকে হিন্দি, তেলেগু, কন্নড় সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও একসময় বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে কাজ কমতে থাকে চাঙ্কির। সংগ্রামের এ সময়ে বাংলাদেশে চলে আসেন তিনি। অভিনয় করেন ঢালিউডের বেশ কিছু ছবিতে। সঙ্গে ব্যবসাও শুরু করেন এখানে।
সম্প্রতি মেয়ে অনন্যা পান্ডের সঙ্গে ‘উই আর যুবা’ নামের ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন চাঙ্কি। ৪০ মিনিটের ওই আলাপচারিতায় মেয়ের সঙ্গে ক্যারিয়ারের নানা অধ্যায় নিয়ে আলোচনা করেছেন চাঙ্কি। একপর্যায়ে উঠে আসে বাংলাদেশে থাকাকালে চাঙ্কির সংগ্রামের দিনগুলোর কথা।

এদিন বাবা চাঙ্কি পান্ডের কাছে অনন্যা জানতে চান, কেন তাঁকে কখনই শুটিং সেটে নিয়ে যেতেন না বাবা।

এ বিষয়ে কথা বলতে গিয়ে চাঙ্কি পান্ডে বলেন, ‘যখন আমি আর তোমার মা (ভাবনা পান্ডে) বিয়ে করি, সেই সময়টা আমার ক্যারিয়ারের সব থেকে খারাপ সময় চলছিল। আমি সবে তখন বাংলাদেশ থেকে ফিরে এখানে কাজ খোঁজার চেষ্টা করছিলাম। আর সেই কারণেই আমি তোমায় বা তোমার মাকে কখনো সেটে ডাকতে পারিনি, দূরে রেখেছি।’

চাঙ্কি পান্ডে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

এদিন কথায় কথায় চাঙ্কি জানান যে ‘আঁখে’ সিনেমার ব্যবসায়িক সফলতার পরও তাঁর কাছে কেবলই একটা ছবির অফার ছিল, ‘তিসরা কৌন’। তারপর কাজ আসা প্রায় একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল তাঁর কাছে। আর সে কারণেই তিনি বাংলাদেশ আসতে বাধ্য হন। অভিনেতা জানান, সেই সময় তিনি প্রায় চার-পাঁচ বছর বাংলাদেশকেই নিজের বাড়ি বানিয়ে নেন।
চাঙ্কি পান্ডের কথায়, ‘জীবনটা একটা মিউজিক্যাল চেয়ারের মতো। যখনই গান থেমে যাবে, তোমাকে যেকোনো চেয়ারে বসে যেতে হবে। নইলে হেরে যাবে। আমি অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছি। ‘‘আঁখে’’ সিনেমা, যেটা আইকনিক হিট বলা যায়, কিন্তু এরপর আমার হাতে আর কোনো কাজ ছিল না। এ সিনেমার পর একটাই প্রস্তাব পেয়েছিলাম, ‘‘তিসরা কৌন’’। এরপর আমি বাংলাদেশে চলে যাই। সেখানে কয়েকটি সিনেমা করি। সৌভাগ্যবশত সেগুলো জনপ্রিয়তা পায়। পরবর্তী চার-পাঁচ বছর বাংলাদেশ ছিল আমার বাড়িঘর।’

চাঙ্কি পান্ডে অভিনীত বাংলা সিনেমা ‘স্বামী কেন আসামি’ মুক্তি পায় ১৯৯৭ সালে

চাঙ্কি পান্ডে অভিনীত বাংলা সিনেমা ‘স্বামী কেন আসামি’ মুক্তি পায় ১৯৯৭ সালে। ব্যবসাসফল এ সিনেমায় চাঙ্কি ছাড়াও অভিনয় করেন—জসীম, শাবানা, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিশা সওদাগর প্রমুখ। পরের বছর মুক্তি পায় চাঙ্কির সিনেমা ‘মেয়েরাও মানুষ’। এরপর ‘ফুল আর পাথর’, ‘প্রেম করেছি বেশ করেছি’সহ কয়েকটি ঢালিউড সিনেমায় দেখা যায় চাঙ্কি পান্ডেকে।
সিনেমায় অভিনয় ছাড়াও বাংলাদেশে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হোন চাঙ্কি পান্ডে। এমনকি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও খুলে বসেন, সঙ্গে জায়গাজমির ব্যবসাও করেন।

চাঙ্কি বলেন, ‘কাজ করা ছাড়া ওই সময় আমার কোনো উপায় ছিল না। সেখানে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি শুরু করি। এ ছাড়া জমি কেনাবেচার কাজও করতাম। বাড়ি বাড়ি গিয়ে এ কাজ করতে হয়েছে আমাকে। নিজের ইগো সরিয়ে রেখে কাজ করে গেছি। কারণ, আমি জানতাম, যেভাবেই হোক, আমাকে টিকে থাকতে হবে।’

চাঙ্কি পান্ডে
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

প্রসঙ্গত, চাঙ্কি পান্ডেকে দেখা যাবে ‘হাউসফুল ৫’ সিনেমায়। মাল্টিস্টার–নির্ভর সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের জুনে। এতে চাঙ্কির সঙ্গে থাকবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন তরুণ মানসুখানি।