বাইরে বাঘ, স্ত্রীর সামনে বিড়াল! পুষ্পার ট্রেলারে ভাইরাল আল্লু
দীর্ঘ তিন বছর পর ‘পুষ্পা: দ্য রুল-পার্ট-২’ নিয়ে আসছেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পালা ফুরিয়ে সেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। ট্রেলার মুহূর্তেই ভাইরাল। মাত্র ১৫ মিনিটে এক মিলিয়ন দর্শক দেখেছেন। গতকাল থেকে ট্রেলারটি ৪২ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন, যা দক্ষিণি সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা। সিনেমাটি যে বক্স অফিস মাতাবে, সেটা আগেই জানিয়ে দিলেন এ তারকা।
কাঠ পাচার করা চোরাকারবারিদের গল্প নিয়েই পুষ্পার গল্প এগিয়েছে। সেই গল্পে পুষ্পারাজ এক সাধারণ শ্রমিক থেকে জড়িয়ে পড়ে কাঠ পাচারে। পাচারকারীদের মধ্যে আলোচনায় আসে। একের পর এক তার শত্রু বাড়তে থাকে। ঠিক যখন প্রতিশোধের অপেক্ষায় খলনায়কেরা, তখন বিয়ের মধ্যে দিয়ে শেষ হয় এর গল্প। উৎকণ্ঠা তৈরি করা গল্পটির পরবর্তী কিস্তি আসছে ৫ডিসেম্বর।
এ পর্বেও পুষ্পারাজকে দেখা যাবে শত্রুদের সঙ্গে প্রতিশোধের খেলায় মেতে উঠতে। সেসব অ্যাকশন দৃশ্য এখন ভাইরাল। যা নিয়ে ভক্তরা লিখেছেন, ভারতের স্থানীয় গল্প নিয়ে সিনেমায় এমন অ্যাকশনের দৃশ্য কমই দেখা গেছে। যে পুষ্পারাজ সারা দিন বাইরে বাঘের মতো মারপিট করে বেড়ায়, সে বউয়ের কাছে এসে ভয়ে জড়োসড়ো থাকে। ট্রেলারেরই বউয়ের সামনে পা ধরে থাকার অংশটি ভক্তদের নজর কেড়েছে।
বাংলাদেশের সিনেমাপ্রেমীদের ফেসবুক গ্রুপে এখন পুষ্পার সেই দৃশ্য ভাইরাল। নীলা নামের এক ভক্ত লিখেছেন, ‘পুষ্পারাজ অবশেষে ঝুঁকেই গেল শ্রীভাল্লির কাছে।’ সিনেমায় শ্রীভাল্লির চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এর আগেও অ্যানিমেল সিনেমায় রাশমিকার পা ধরে নিচে বসে ছিলেন রণবীর কাপুর। সেই দৃশ্যও ভাইরাল হয়েছিল। এবার আল্লু অর্জুন। ফরহাদ নামের এক ভক্ত মজা করে লিখেছেন, ‘রাশমিকার সামনে কোনো অ্যানিমেল বা পুষ্পা টিকতে পারে না, তার সামনে বাঘও বিড়াল হয়ে থাকে।’
পুষ্পার ট্রেলার আলোচনায় রয়েছে আইটেম গান। এক ভক্ত লিখেছেন, ‘সামান্থা রুথ প্রভু নাচে পারদর্শী নন, তাতেও যা পারফর্ম করেছেন, তা সত্যিই আইটেম গানে প্রশংসার দাবিদার। বিশেষ করে শ্রীলীলা, আল্লু অর্জুনের সঙ্গে নাচে পেরে উঠবেন কি না, সেটাই দেখার বিষয়। আর গানগুলোও হিট হতে যাচ্ছে। আশা করা যায়, পুষ্পা ২–এর কিসিক গানটা রেকর্ড গড়বেই।’
তবে অনেকে আবার ট্রেলার নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। বলছেন, হাইপ উঠলেও সিনেমার ট্রেলার ছিল দুর্বল। ছাদিকুর রহমান নামের এক ভক্ত লিখেছেন, ‘ট্রেলারটি দেখে মনে হলো, অতিরিক্ত নাটকীয়তা আর দুর্বল সংলাপ কাহিনির মূল বিষয়কে গিলে ফেলেছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো পুরোনো মনে হলো, নতুনত্বের ছোঁয়া নেই।
চরিত্রগুলোর অভিব্যক্তি মোটেও বাস্তবসম্মত নয়, যেন জোর করে মেলে ধরা হয়েছে। সব মিলিয়ে, ট্রেলারটি অনেক কিছু প্রতিশ্রুতি দিলেও বিশেষ কিছু দিতে পারেনি।’
২০২১ সালে করোনার মধ্যেই মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি। মুক্তির পর
প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল সুকুমারের দক্ষিণি সিনেমা। করোনা-পরবর্তী সময়ে মূলত ছবিটি দিয়েই ভারতীয় সিনেমায় দর্শক ফিরেছিল। এর পর থেকেই অপেক্ষা ছিল পরের কিস্তির, কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৫ডিসেম্বর আসছে ‘পুষ্পা: দ্য রুল-পার্ট-২’। সিনেমাটি মুক্তির আগে এক হাজার কোটির বেশি রুপি আয় করেছে।
‘পুষ্পা ১’-এ জুটি বেঁধে এসেছিলেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। আবার এ জুটিকে দেখা যাবে ‘পুষ্পা ২’-এ। ফায়াদ ফাসিল আবার ভিলেনরূপে আসতে চলেছেন ‘পুষ্পা’র দ্বিতীয় সিকুয়েলে। সিনেমাটির প্রথম কিস্তি এর আগে ৪০০ কোটি রুপি আয় করে।