মানুষির মনে কিছু কষ্ট আছে

মানুষি ছিল্লারইনস্টাগ্রাম

মহা ধুমধামে গত বছর অভিনয় জীবন শুরু করেছিলেন সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লার। ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির মূল নায়িকা ছিলেন তিনি। আর তাঁর বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিটি মুক্তি পেয়েছিল। কিন্তু যশরাজের মতো ব্যানার আর অক্ষয় কুমারের মতো সুপারস্টার থাকা সত্ত্বেও বক্স অফিসে ছবিটি চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। ১৭৫ কোটি বাজেটের এই ছবি থেকে নির্মাতারা আয় করেছিলেন মোটে ৬৮ কোটি।

হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে নিজের এই চরম ব্যর্থতার প্রসঙ্গে মানুষি বলেছেন, ‘এই ছবির জন্য আমি কঠোর পরিশ্রম করেছিলাম। নিজের চোখে দেখেছি, এতগুলো মানুষ কীভাবে এক হয়ে কাজ করেন। কয়েক বছরের পরিশ্রমে একটি ছবি করেছিলেন তাঁরা। আসলে একজন অভিনেতা হিসেবে নিজের সেরাটা উজাড় করে দিলেও এর ফলাফল আমাদের নিয়ন্ত্রণে থাকে না। দর্শককে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।’ তিনি বলেন, ‘এটা আমার প্রথম ছবি ছিল, তাই আমার আরও বেশি খারাপ লেগেছিল। আর আমি হতাশ হয়েছিলাম।’

মানুষির মনে কিছু কষ্টও আছে। ‘আসলে এখানে একটা ধারণা আছে, যে মেয়েরা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তাঁরা অভিনয় জানেন না। ইন্ডাস্ট্রির অনেকে আমাকে বলেছেন, বিউটি কুইনরা অভিনয় করতে পারেন না।

মানুষি ছিল্লার
ইনস্টাগ্রাম

এমনকি যশরাজ ফিল্মস থেকেও বলা হয়েছিল যে বিউটি কুইনদের সম্পর্কে এই ধারণা ভাঙতে হলে আমাকে আরও একটু বেশি পরিশ্রম করতে হবে। আমি তা–ই করেছি। কিন্তু সবকিছু তো আমার হাতে নেই,’ বললেন মানুষী।

মানুষি ছিল্লার
ইনস্টাগ্রাম

বলিউডের এই নবাগত নায়িকা আরও বলেছেন, ‘এই ছবি থেকে আমি যা চেয়েছিলাম, তা-ই পেয়েছি। ছবিটা থেকে আমি অনেক কিছু শিখেছি। অল্প কিছু মানুষের ছবিটা ভালো লেগেছিল। তবে সব ছবি যে ভালো সাড়া পাবে, তার কোনো মানে নেই। এই ব্যর্থতার কারণে আমি কিন্তু কাজ বন্ধ করে চুপচাপ বসে থাকিনি। আমি নানান প্রকল্পে নিজেকে ব্যস্ত রেখেছি।’

আগামী দিনে মানুষিকে অরুণ গোপালনের অ্যাকশন থ্রিলার ‘তেহরান’-এ দেখা যাবে। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন জন আব্রাহাম। আলী আব্বাস জাফরের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’  ছবিতে তিনি অক্ষয় কুমার আর টাইগার শ্রফের সঙ্গে আছেন।

মানুষি ছিল্লার
ইনস্টাগ্রাম