কান্না থামাতে পারেননি শাবানা আজমি
কার্তিক আরিয়ান অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’ মুক্তি পেয়েছে ১৪ জুন। কবীর খান পরিচালিত সিনেমাটি দর্শক থেকে সমালোচক, সবার প্রশংসা কুড়াচ্ছে। এই স্পোর্টস ড্রামায় কার্তিক অভিনয় করেছেন প্যারা অলিম্পিকে ভারতীয় গোল্ড মেডেল বিজয়ী মুরলিকান্ত পেটকরের চরিত্রে। অনেকেই বলছেন, জীবনের সেরা অভিনয়টা করে ফেলেছেন কার্তিক। এবার সিনেমাটিতে অভিনেতার অভিনয় দেখে অঝোরে কাঁদলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।
গত রোববার রাতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে স্বামী জাভেদ আখতারের সঙ্গে হাজির হয়েছিলেন শাবানা আজমি। প্রদর্শনী শেষে বের হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দুজনেই। শাবানা আজমি বলেন, ‘বেশ ভালো লেগেছে। সিনেমাটি দেখার সময় আমি কান্না থামাতে পারিনি। কার্তিক সিনেমাটিতে বেশ ভালো অভিনয় করেছে।’ পাশ থেকে সঙ্গে সঙ্গে জাভেদ আখতার বলেন, ‘কবীরও খুব ভালো কাজ করেছেন। অনেক দিন পর আমি ওঁর সিনেমা দেখলাম।’
‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয় করা নিয়ে সংবাদমাধ্যমকে কার্তিক বলেছিলেন, ‘এত দিন মানুষ মুরলিকান্ত পেটকর সম্পর্কে জানতেন না। দেশ ও সারা বিশ্বের মানুষকে এই গল্প জানানো প্রয়োজন ছিল। মুরলি স্যার নিজেও খুব খুশি। ওনার জীবনের গল্প আপনাদের সবার কাছে পৌঁছাচ্ছে। এত বছর পর নিজের প্রাপ্য তিনি পাচ্ছেন মনে হয়।’
কবীর খান পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ভারতীয় বক্স অফিস থেকে প্রথম সপ্তাহান্তে আয় করেছে ২৪ কোটি ১১ লাখ রুপি। বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, হল থেকে বের হওয়া দর্শকদের পজিটিভ রিভিউ সিনেমাটির আয় সামনের সপ্তাহে আরও বাড়িয়ে দেবে। সিনেমাটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও কবীর খান।