শুরু শাহরুখের সঙ্গে, পরে আমির খান ও হলিউডের সিনেমায় নাম লেখান

অল্প বয়সেই শাহরুখ, আমির খানদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে শিশুটি। অভিনয় ও জীবন নিয়ে তাঁদের কাছ থেকে অনেক কিছুই শেখা হয়েছে। প্রথম সিনেমার পরে ক্রমেই বলিউডে জায়গা করে নেওয়া এই শিশুটি এখনো পরিচিত মুখ। আজ সেই তনয় হেমন্তের জন্মদিন। ১৯৯৬ সালের ২৭ জুন তাঁর জন্ম।
১ / ৫
তনয় ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডন’ সিনেমায় প্রথম অভিনয় করেন। তখন তাঁর বয়স ছিল ১০ বছর। সিনেমা শুরু হয় এই কিশোরের দৃশ্য দিয়ে। দিপু চরিত্রে তাকে দেখা গিয়েছিল।
ছবি: আইএমডিবি
২ / ৫
শাহরুখের সিনেমা থেকে আমিরের সিনেমায় অভিনয়ের সুযোগ হয়। পরের বছর ‘তারে জামিন পার’ সিনেমায় নাম লেখান। সিনেমায় প্রধান চরিত্রের অভিনেতা ঈশানের বন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল। সেই থেকে আমির খানের সঙ্গেও ভালো সম্পর্ক।
ছবি: আইএমডিবি
৩ / ৫
তবে শাহরুখের কাছ থেকে সবচেয়ে বেশি শিখেছেন। তার মধ্যে উল্লেখ্য যোগ্য, ‘কোনো কাজ মন দিয়ে করা।’ এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তন্ময় বলেছিলেন, ‘শাহরুখ খান আমাকে বলেছিলেন, “মন থেকে কোনো কিছু চাইলে, সেটা দেওয়ার জন্য সারা বিশ্বের সবকিছু ষড়যন্ত্র করে।”’
ছবি: আইএমডিবি
৪ / ৫
পরের বছর ২০০৭ সালে ‘স্লাম ডগ মিলিয়নিয়ার’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। সিনেমায় অভিনয় করার জন্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস পুরস্কার পেয়েছিলেন।
ছবি: আইএমডিবি
৫ / ৫
জন্মদিন এলেই তনয়ের মা তাঁকে সব সময়ই তুলনা করেন ‘বেঞ্জামিন বাটন’ সিনেমার বেঞ্জামিন চরিত্রের সঙ্গে। তাঁর বয়স ৮০ থেকে শুরু হয়েছে। বর্তমানে তাঁর বয়স দিন দিন কমছে।
ছবি: আইএমডিবি