জনপ্রিয় পাকিস্তানি গানের রিমেক হচ্ছে ভারতে, ক্ষুব্ধ ভক্তরা
কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে মুক্তি পায় ‘পাসুরি’ গানটি। গত বছরের ৬ ফেব্রুয়ারি মুক্তির পরই গানটি ঝড় তোলে অন্তর্জালে। পাকিস্তান তো বটেই ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি। নতুন খবর, ‘পাসুরি’ গানটি রিমেক হচ্ছে একটি হিন্দি ছবিতে। এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক পাকিস্তানি দর্শক। খবর টাইম অব ইন্ডিয়া ও দ্য এক্সপ্রেস টিব্রিউনের
গত বছর মুক্তির পর আলী শেঠি ও শায় গিলের গাওয়া ‘পাসুরি’ দ্রুতই বিশ্বের দরবারে জায়গা করে নেয়। জায়গা পায় সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের ‘ভাইরাল ৫০’ তালিকায়। এটিই প্রথম পাকিস্তানি গান, যা এই তালিকায় স্থান পায়।
সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ঘোষণা দিয়েছেন, ২৮ জুন মুক্তির অপেক্ষায় থাকা ‘সত্যপ্রেম কি কথা’ ছবির জন্য ‘পাসুরি’ রিমেক হচ্ছে। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি।
‘পাসুরি’ রিমেক হওয়ার ঘোষণার পর থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন গানটির অনেক পাকিস্তানি ভক্ত। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘মাত্র তো এক বছর হলো, এখনই গানটির রিমেক করার কী দরকার। “পাসুরি” গানটির যে নিজস্বতা আছে, সেটিই থাকুক।’
আরেকজন লিখেছেন, ‘ছবিটি (সত্যপ্রেম কি কথা) তো মিউজিক্যাল ফিল্ম নয়। তাহলে কেন খামাখা জনপ্রিয় গানটি রিমেক করা হচ্ছে।’
‘পাসুরি’ গানটির আরেক ভক্তের ভাষ্য, ‘নিশ্চিতভাবেই আলী শেঠি আর শায় গিলের মতো করে কেউ গানটি করতে পারবে না।’
অনেকে আবার ছবির অভিনেতা কার্তিক আরিয়ানকেও লক্ষ্যবস্তু করেছেন। তবে পাকিস্তানে গানটির রিমেক নিয়ে এমন প্রতিক্রিয়া দেখা গেলেও অভিনেতা মুখ খোলেননি।